চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ড্র: কে কাকে পেল?
হয়ে গেল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ড্র। জিভে জল আনা কয়েকটি ম্যাচ দেখার সুযোগ পাবেন ফুটবল প্রেমিরা। চ্যাম্পিয়ন্স লিগ মানেই ঘটন-অঘটনের পসরা। শেষ আটেও তেমনটাই দেখার প্রত্যাশা করাই যায়।
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরের শেষ আটের খেলা শুরু হবে এপ্রিলের ১১ তারিখ থেকে।
টুর্নামেন্টের বর্তমান এবং ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে ইংলিশ জায়ান্ট চেলসির। গতবারও শেষ আটেই দেখা হয়েছিল এই দুই দলের। চেলসির মাঠে ৩-১ গোলে জেতে রিয়াল। এরপর নিজেদের মাঠে ৩-০ গোলে পিছিয়ে পড়ে আনচেলত্তির দল। শেষ পর্যন্ত রদ্রিগো আর বেনজেমা গোল করলেও ৩-২ গোলে হারে লস ব্লাঙ্কোসরা। দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলে এগিয়ে থেকে শেষ চার নিশ্চিত করে রিয়াল।
আরেক হাইভোল্টেজ লড়াই দেখা যাবে বর্তমান ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি এবং জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের মধ্যে। শেষ ষোলোয় মেসি-এমবাপ্পেদের পিএসজিকে বিদায় করেছে বায়ার্ন। অপরদিকে আর্লিং হালান্ড একাই পাঁচ গোল করেছেন সিটির হয়ে। তাই এই দুই লেগের খেলাও জমজমাট হবে বলেই আশা করা যায়।
এছাড়াও শেষ আটে মুখোমুখি হবে দুই ইতালিয়ান সুপার পাওয়ার এসি মিলান এবং নাপোলি। নেপলসের দলটি এই মৌসুমে ইউরোপের সবচেয়ে সমীহ জাগানো দল। অন্যদিকে এই টুর্নামেন্ট দ্বিতীয় সর্বোচ্চ ৭ বার জিতেছে এসি মিলান।
শেষ আটের আরেকটি লড়াই দেখা যাবে মিলানের আরেক জায়ান্ট ইন্টার এবং পর্তুগালের সবচেয়ে সফল দল বেনফিকার মধ্যে। সবমিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগ তৈরি তার সব নাটকীয়তা নিয়ে।