তিন-শূন্যের লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, রিশাদের অভিষেক
দাপুটে পারফরম্যান্সে প্রথম দুই ম্যাচ দিয়েই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এবার আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করায় চোখ সাকিব আল হাসানের দলের। সেই লক্ষ্য নিয়েই আজ মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে জিতলে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো টানা দুই সিরিজে প্রতিপক্ষকে হোয়েইটওয়াশ করার স্বাদ পাবে তারা।
প্রথম দুই টি-টোয়েন্টিতে টস ভাগ্য বিপক্ষে গেলেও এই ম্যাচে টস জিতেছেন সাকিব। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক। ম্যাচটি বেলা ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে।
বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। একাদশে নেই অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন আরেক বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ও লেগ স্পিনার রিশাদ হোসেন। বাংলাদেশের ৮০তম টি-টোয়েন্টি খেলোয়াড় হিসেবে অভিষেক হতে যাচ্ছে রিশাদের।
হোয়াইটওয়াশ এড়াতে ও সফরে প্রথমবারের জয়ের স্বাদ নিতে মাঠে নামা আয়ারল্যান্ড তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। এই সফরে অন্যতম সফল বোলার গ্রাহাম হিউমের বদলে ম্যাথু হামফ্রেসকে একাদশে নিয়েছে সফরকারীরা।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (উইকেটরক্ষক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), রস এডেয়ার, লরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক এডেয়ার, ফিওন হ্যান্ড, ম্যাথু হামফ্রেস ও বেন হোয়াইট।