সাকিব-লিটনকে নিয়েই বাংলাদেশের টেস্ট দল
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৪ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ৪ এপ্রিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্টে মুখোমুখি হবে দুই দল।
সাকিব আল হাসানকে অধিনায়ক ও লিটন দাসকে সহ-অধিনায়ক হিসেবে রেখে দল ঘোষণা করেছে বিসিবি। টেস্ট দলে থাকার কারণে আইপিএলের প্রথম কয়েক ম্যাচে সাকিব ও লিটনকে পাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স।
ভারতের বিপক্ষে বাংলাদেশের খেলা সর্বশেষ টেস্ট দল থেকে বাদ পড়েছেন ইয়াসির আলী, জাকির হাসান, রেজাউর রহমান, নাসুম আহমেদ ও নুরুল হাসান।
আয়ারল্যান্ড টেস্ট দিয়ে দলে ফিরছেন তামিম ইকবাল, সাদমান ইসলাম, শরীফুল ইসলাম ও ইবাদত হোসেন।
বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম ও মাহমুদুল হাসান।