মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন তাসকিন
আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ সময় গেছে তাসকিন আহমেদের। আগুনঝরা বোলিংয়ে আইরিশদের শাসন করা বাংলাদেশের ডানহাতি এই পেসার ছয় ম্যাচে পাঁচ ইনিংসে ১৩ উইকেট নেন। দলটির বিপক্ষে একমাত্র টেস্টেও বাংলাদেশের পেস আক্রমণের নেতা হিসেবে তার থাকার কথা, যদিও তা হচ্ছে না। তার জন্মদিনে বাংলাদেশের জন্য এলো খারাপ খবর।
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে ছিটকে গেছেন তাসকিন। টানা ম্যাচ খেলা আসা বাংলাদেশের এই গতি তারকা সাইড স্ট্রেইনে ভুগছেন। আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোটে পড়েন তিনি। টেস্টের প্রস্তুতিতে প্রথম দিনের অনুশীলনে অংশ নিলেও আজ কিছুই করেননি তাসকিন।
তাসকিনের বদলে কাউকে দলে নেওয়া হবে কিনা, এ ব্যাপারে এখনও কিছু জানায়নি বিসিবি। জানা গেছে, রেজাউর রহমান রাজাকে স্কোয়াডে নেওয়া হতে পারে। বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, সাইড স্ট্রেইনের চোট কাটিয়ে উঠতে অন্তত চার সপ্তাহ সময় লাগবে তাসিকনের।
দারুণ ছন্দে থাকা তাসকিন চোটের কারণে বিপিএল শেষ করতে পারেনি। জাতীয় দলের সিরিজের কথা মাথায় রেখে ঢাকা ডমিনেটর্সের শেষ দিকের কয়েকটি ম্যাচে খেলা হয়নি তার। ফিট হয়ে ইংল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে খেলা তারকা এই পেসার দলের পরবর্তী তিনটি সিরিজের সবগুলো ম্যাচে খেলেছেন। কিন্তু তার প্রিয় ফরম্যাট টেস্টের সময়ই তাকে চলে যেতে হলো দর্শক সারিতে।
চোটের কারণেই টেস্টে নিয়মিত হতে পারছেন না তাসকিন। চোটে পড়ে সাত মাসের জন্য মাঠের বাইরে থাকতে হয় ডানহাতি এই পেসারকে। গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ফেরেন তাসকিন। এরপর টুকটাক চোট থাকলেও তা সামলে দারুণ সময় যাচ্ছিল তার। কিন্তু সেই চোটেই আবারও ছিটকে যেতে হলো তাকে। বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি ৪ এপ্রিল মিরপুরে শুরু হবে।