শেষ বলে উইকেট হারানোর হতাশায় বাংলাদেশ
ওই একটা ডেলিভারি, বাংলাদেশের প্রথম ইনিংসের দশম ওভারের শেষ বলটি ছাড়া বাকি সব কিছুই বাংলাদেশের পক্ষে। দিনটা হতো পুরোপুরি বাংলাদেশের, রঙিন ঝলমলে। কিন্তু শেষ বলে নেমে এলো অন্ধকার, যেখানে মুখ লুকালেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি রানের মালিক তামিম ইকবাল। বাংলাদেশ ডুবলো হতাশায়, মিরপুর টেস্টে আয়ারল্যান্ডের প্রথম ইনিংসের জবাব দিতে নেমে আক্ষেপ নিয়ে ছাড়তে হলো মাঠ।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া টেস্টের প্রথম ইনিংসে ৩৪ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। প্রথম ওভারেই নাজমুল হোসেন শান্ত বাইরের বলে ব্যাট চালিয়ে নিজের স্টাম্প ভেঙে সাজঘরে ফেরেন। আর দিনের শেষ বলে ডিফেন্স করতে গিয়ে ক্যাচ তুলে থামেন ২১ রান করা তামিম। ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩৪ রান, মুমিনুল হক অপরাজিত আছেন ১২ রানে।
এর আগে বল হাতে দারুণ সময় কাটে বাংলাদেশের। টস জিতে আগে ব্যাটিং করতে নামা আইরিশ ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেনরা। মাত্র চতুর্থ টেস্ট খেলতে নামা আয়ারল্যান্ড ৭৭.২ ওভারে অলআউট হয়ে যায়। হ্যারি টেক্টরের হাফ সেঞ্চুরি ও আরও কিছু মাঝারি ইনিংসে ২১৪ রান তোলে তারা। প্রথম দিন শেষে ১৮০ রানে এগিয়ে আছে সফরকারীরা।
মিরপুরের স্পোর্টিং উইকেটেও ভালো সময় যায়নি আয়ারল্যান্ডের। দলটির মাত্র একজন ব্যাটসম্যান ৫০ এর কোটা ছুঁতে পেরেছেন। তিনজনের ব্যাট থেকে এসেছে তিরিশোর্ধ্ব রানের ইনিংস। আয়ারল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট অভিষেকে প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করা হ্যারি টেক্টর ৯২ বলে ৬টি চার ও একটি ছক্কায় ইনিংস সেরা ৫০ রান করেন।
এ ছাড়া কার্টিস ক্যাম্ফার ৩৪, লরকান টাকার ৩৭, মার্ক এডেয়ার ৩২, জেমস ম্যাককলাম ১৫, অধিনায়ক অ্যান্ডি ব্যালবার্লি ১৬ ও অ্যান্ডি ম্যাকব্রাইন ১৯ রান করেন। ২৮ ওভারে ৫৮ রান খরচায় ৫টি উইকেট নেন তাইজুল, টেস্ট ক্যারিয়ারের ১১তম বারের মতো ৫ উইকেট নিলেন তিনি। ১৭.২ ওভারে ৪৩ রানে মিরাজ নেন ২ উইকেট। ১২ ওভারে ৫৪ রানে ২ উইকেট পান এবাদত। ৮ ওভারে ২২ রানে একটি উইকেট নেন শরিফুল ইসলাম।
মিরপুর টেস্টের প্রথম দিনের সবচেয়ে আলোচিত ঘটনা অধিনায়ক সাকিব আল হাসানের বোলিংয়ের বিষয়টি। দলের বোলিং আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র হয়েও ৬৫ ওভারের শেষে প্রথমবারের মতো বল হাতে নেন সাকিব, তবু করেননি বেশি ওভার। ৩ ওভার করেই থেমে যান বাঁহাতি এই স্পিনার। এতো পরে বোলিংয়ে এসে মাত্র তিন করলেন কেন সাকিব? প্রথম দিনের খেলা শেষে তাইজুল বলেন, 'তেমন কোনো কারণ নেই। হয়তো আমাদের দিয়েই করানোর ইচ্ছা ছিল। আমরা বেশি কষ্ট হলে উনি আসতেন।'