একই দিনে দুই গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে বাংলাদেশের ফাহাদের চমক
একই দিনে দুই গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে বড় চমকই দেখিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। বাংলাদেশের একজন আইএমের পক্ষে একই দিনে ভিনদেশি দুজন জিএমকে হারানো সহজ নয় মোটেও। তবে দারুণ ছন্দে থাকা ফাহাদ কঠিন কাজটাই করে দেখিয়েছেন।
এর আগেও বিভিন্ন টুর্নামেন্টে গ্র্যান্ডমাস্টারদের হারিয়েছেন ফাহাদ। তবে এক দিনে দুই গ্র্যান্ডমাস্টারকে হারানোর অভিজ্ঞতা তার এবারই প্রথম।
সকালে ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার প্রিয়াসমোরো নভেন্দ্রা আর বিকেলে ভারতের গ্র্যান্ডমাস্টার স্বয়ম মিশ্রকে হারিয়েছেন ফাহাদ। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে গ্র্যান্ডমাস্টার (জিএম) দাবা টুর্নামেন্টে এই দুজনকে হারিয়ে সাড়া ফেলে দিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ।
ভিয়েতনামে আজ তৃতীয় রাউন্ডে ফাহাদ ৬৪ চালে হারান ২৫০৪ রেটিংধারী ইন্দোনেশিয়ার জিএম নভেন্দ্রাকে। এরপর ৪৬ চালে তার শিকার হোন ২৪৮৬ রেটিংয়ের মিশ্র। এর আগে প্রথম রাউন্ডে ফাহাদ ড্র করেন সিঙ্গাপুরের আইএম সিদ্ধার্থ জগদ্বিশের সঙ্গে। দ্বিতীয় রাউন্ডে রাশিয়ার আইএম সেক কনস্টেন্টাইনের সঙ্গে জেতেন ফাহাদ।
চার ম্যাচে ফাহাদের পয়েন্ট সাড়ে ৩। নিজের স্বপ্নের প্রথম জিএম নর্ম পেতে ৯ ম্যাচে ৭ পয়েন্ট দরকার তার।