দুর্বার গুরবাজে কোণঠাসা বাংলাদেশ, বড় সংগ্রহের পথে আফগানরা
সাবধানী শুরুর পর ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠা, এরপর শাসন করে চলেছেন রহমানউল্লাহ গুরবাজ। অপর প্রান্ত থেকে সঙ্গটা ভালোই দিয়ে যাচ্ছেন ইব্রাহিম জাদরান। এই দুই ব্যাটসম্যানের ব্যাটে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে রীতিমতো শাসন করে যাচ্ছে বাংলাদেশ।
৩৫ ওভার পেরিয়ে যাওয়ার পরও আফগানদের কোনো উইকেট ফেলতে পারেনি ঘরের মাঠের দলটি। বাংলাদেশের বোলাররা শুধু বোলিং-ই করে যাচ্ছেন, মিলছে না সাফল্যের দেখা। এবারই প্রথম ওয়ানডেতে ৩০ ওভারের মধ্যে প্রতিপক্ষের কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ।
গুরবাজ ও ইব্রাহিমের অসাধারণ ব্যাটিংয়ে ৩৫ ওভার শেষে বিনা উইকেটে ২৪২ রান তুলেছে প্রথম ওয়ানডে জিতে সিরিজে এগিয়ে থাকা আফগানিস্তান। গুরবাজ ১৩২ ও ইব্রাহিম ৭৮ রানে ব্যাটিং করছেন। ওয়ানডেতে এটা গুরবাজের তৃতীয় সেঞ্চুরি, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়। এই ফরম্যাটে এটাই তার ক্যারিয়ার সেরা ইনিংস। তার আগের সেরা ছিল ১২৭, আয়ারল্যান্ডের বিপক্ষে।
দলকে বিশাল সংগ্রহের পথে এগিয়ে নিয়ে যেতে থাকা গুরবাজ ও ইব্রাহিম ইতোমধ্যে নিজেদের রেকর্ড জুটি গড়ে ফেলেছেন। উদ্বোধনী জুটিতে আফগানিস্তানের সেরা জুটি ছিল ১৪১ রানের, ২০১২ সালে শারজাহতে নেদারল্যান্ডসের বিপক্ষে জুটিটি গড়েন করিম শফিক ও জাভেদ আহমাদী।