বিএনপি,আ.লীগের পদযাত্রা-শোভাযাত্রায় রাজধানীতে তীব্র যানজট
সরকার পতনের একদফা দাবিতে বিএনপিসহ ৩৬ দলের দুইদিনব্যাপী পদযাত্রার দ্বিতীয় দিন আজ (১৯ জুলাই)। অন্যদিকে বিএনপির এই কর্মসূচির বিপরীতে একই সময়ে রাজধানীতে চলছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের 'উন্নয়ন শোভাযাত্রা'।
বুধবার সকাল সাড়ে ১০টায় উত্তরার আবদুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে পদযাত্রা শুরু করে বিএনপি; হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুনবাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, মালিবাগ, খিলগাঁও, বাসাবো, মুগদা, সায়েদাবাদ হয়ে বিকালে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে এ পদযাত্রা শেষ হবে।
অন্যদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে আজ বেলা তিনটায় শোভাযাত্রা হবে তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে মহাখালী পর্যন্ত। শোভাযাত্রা শুরুর আগে সমাবেশ হওয়ার কথা রয়েছে।
প্রধান দুই রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন অংশে গতকালই তীব্র যানজটের সৃষ্টি হয়, আজকেও যার ব্যত্যয় ঘটেনি।
বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে সকালে উত্তরার আবদুল্লাহপুর পলওয়েল কারনেশন শপিং সেন্টারের সামনে দলটির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করলে সেখানে যানজট সৃষ্টি হয়; স্থবির হয়ে পড়ে যান চলাচল।
এসময় উত্তরা সড়কের একপাশে গাজীপুর থেকে ছেড়ে আসা ঢাকামুখী গাড়িগুলোর দীর্ঘ সারি তৈরি হয়।
পরিবারসহ গাজীপুর থেকে ট্রেনে খিলক্ষেত এসেছিলেন জাবের। প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে থেকেও পাননি কোনো বাস। জাবের টিবিএসকে বলেন, "ট্রেন থেকে নেমে দাঁড়িয়ে আছি, কিছুই পাচ্ছি না। বেশি সমস্যা হচ্ছে দুই বাচ্চাকে নিয়ে। গরমে ওরা অসুস্থ হয়ে গেছে।"
আরেক পথচারী তৌহিদকেও দেখা যায় ছোট বাচ্চাসহ পরিবারের সদস্যদের নিয়ে খিলক্ষেতে দাঁড়িয়ে থাকতে। তিনি যাবেন মহাখালী।
তৌহিদ বলেন, "কোনো বাস আসলেই ছুটে যাচ্ছি কিন্তু ওঠার সুযোগ নেই। বিএনপির সমাবেশের কারণে বাস আসছে না। কখন যেতে পারবো জানি না।"