যে কারণে নেইমারকে ফেরায়নি বার্সেলোনা
লিওনেল মেসি বার্সেলোনায় ফিরবেন, এমন স্বপ্ন দেখছিলেন অনেকে। শেষ পর্যন্ত সেটি সত্যি হয়নি। মেসি যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে।
একইভাবে নেইমার পিএসজি ছাড়ার ইচ্ছা পোষণ করার পর থেকেই বার্সেলোনার সমর্থকরা তাকে আবারও কাতালান ক্লাবটির জার্সি গায়ে দেখার আশায় ছিলেন। পূরণ হয়নি সেই স্বপ্নও। ব্রাজিলিয়ান তারকা পাড়ি জমিয়েছেন সৌদি আরবের ক্লাব আল-হিলালে।
মেসিকে দলে ফেরাতে না পারার সবচেয়ে বড় কারণ ছিলো বার্সার আর্থিক দুরবস্থা। ঠিক একই কারণে নেইমারকেও ফেরানো যায়নি বলে জানিয়েছেন বার্সেলোনার নতুন স্পোর্টিং ডিরেক্টর ডেকো, 'দুর্ভাগ্যবশত আমাদের বর্তমান আর্থিক সংকটের কারণে এই ধরনের চুক্তি করা অসম্ভব।'
ডেকো আরোও যোগ করেন, 'আমাদের পিএসজির সঙ্গে মিটমাট করতে হতো অথবা সৌদি আরবের ক্লাবের সঙ্গে একটা সমঝোতায় আসতে হতো। কিন্তু এর কোনোটিই হয়নি।'
উল্লেখ্য, নেইমারকে দলে নিতে পিএসজিকে ৯০ মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় ১ হাজার কোটি টাকা দিয়েছে আল-হিলাল। এদিকে নেইমার প্রতি বছর ক্লাবটি থেকে আয় করবেন ১৬০ মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় ১৮০০ কোটি টাকা।