যুক্তরাষ্ট্রকে দেওয়া ভারতের বার্তায় আঞ্চলিক উপকার দেখছেন পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে দেওয়া ভারতের বার্তা নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, তারা (ভারত) যেটা ভালো মনে করে, সেটাই করেছে। আমাদের এ সম্পর্কে কোনো কিছু বলার কারণ নাই।
রবিবার (২০ আগস্ট) প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
ভারতের পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নিয়ে বাংলাদেশে আলোচনা হচ্ছে। বাংলাদেশ ইস্যুতে নয়া দিল্লি ওয়াশিংটনকে বার্তা দিয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক কোনো ভাষ্য আছে কিনা- জানতে চাওয়া হয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে।
জবাবে মোমেন বলেন, ভারত একটি অত্যন্ত শক্তিশালী গণতান্ত্রিক দেশ। তারা যেটা ভালো মনে করে, সেটাই তারা করেছে। আমাদের এ সম্পর্কে কোনো কিছু বলার কারণ নাই।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সরকারব্যবস্থা অত্যন্ত পরিপক্ক। তারা নিজেদের জন্য এবং অন্যান্য আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য যদি কিছু বলে থাকে, অবশ্যই এটা অত্র এলাকার উপকারে আসবে।
এর আগে শুক্রবার (১৯ আগস্ট), জার্মান ভিত্তিক ডয়েচে ভেলে (ডিডব্লিউ) এবং ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে উল্লেখ করেছে, ওয়াশিংটনকে একটি বার্তা দেওয়া হয়েছে যে 'বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান ভূমিকা নিয়ে নয়াদিল্লি খুশি নয়।'