৬৬ লাখ রুপি, ক্যান্ডিডেটস-এ খেলার যোগ্যতা...দাবা বিশ্বকাপে রানার-আপ হয়ে যা যা পেলেন প্রজ্ঞানন্দ
২০২৩ ফিদে দাবা বিশ্বকাপের ফাইনালে ম্যাগনাস কার্লসেনের কাছে হেরে গেলেও ভারতের দাবা-বিস্ময় রমেশবাবু প্রজ্ঞানন্দ এ টুর্নামেন্টের সবচেয়ে কমবয়সি রানার-আপ হয়ে দেশকে গর্বিত করেছেন ঠিকই।
এই অসাধারণ পারফরম্যান্সের সুবাদে মোটা অঙ্কের পুরস্কার পেয়েছেন প্রজ্ঞানন্দ। ৮০ হাজার ডলার আর্থিক পুরস্কার পেয়েছেন তিনি—ভারতীয় মুদ্রায় যা ৬৬ লক্ষ ১১ হাজার ৮০০ রুপি। আর চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন পেয়েছেন ১ লাখ ১০ হাজার ডলার—ভারতীয় মুদ্রায় যা ৯০ লক্ষ ৯১ হাজার ২২৫ রুপি।
ফাইনালে প্রজ্ঞানন্দের বিরুদ্ধে টাইব্রেকারে ২.৫-১.৫-এ জেতেন কার্লসেন। মঙ্গলবার ও বুধবার প্রথম দুটি ক্লাসিক্যাল রাউন্ড ড্র হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। তবে বৃহস্পতিবারের পাঁচবারের চ্যাম্পিয়নের কাছে হার মানেন ১৮ বছরের প্রজ্ঞানন্দ।
তবে পুরো টুর্নামেন্টজুড়েই অসাধারণ প্রতিভার ঝলক দেখিয়েছেন এই ভারতীয় গ্র্যান্ডমাস্টার। বিশ্বের তিন নম্বর দাবাড়ু ফ্যাবিয়ানো কারুয়ানা ও দুই নম্বর হিকারু নাকামুরাকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিলেন তিনি।
আজারবাইজানের বাকুতে ফিদে বিশ্বকাপে রানার-আপ হওয়ায় সুবাদে ২০২৪ সালে কানাডায় অনুষ্ঠিতব্য ক্যান্ডিডেটস টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছেন প্রজ্ঞানন্দ।
বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ক্যান্ডিডেটসে খেলার যোগ্যতা অর্জন করেছেন প্রজ্ঞানন্দ। শুধু তা-ই নয়, কিংবদন্তি ববি ফিশার ও কার্লসেনের পরে তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ক্যান্ডিডেটস টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছেন তিনি।