জাতীয় দল হিসেবে স্পেনকে বেছে নিলেন ইয়ামাল
বয়স মাত্রই ১৬। কিন্তু এর মধ্যেই তাকে নিয়ে শোরগোল পড়ে গেছে ফুটবল বিশ্বে। কারণ এই বয়সেই যে সম্ভাবনা দেখাচ্ছেন, তাতে ফুটবলের পরবর্তী মহাতারকা হিসেবে তাকে অনেকেই গণ্য করছেন।
বার্সেলোনার ১৬ বছর বয়সী উইঙ্গার লামিনে ইয়ামালের সামনে সুযোগ ছিলো জাতীয় দল হিসেবে মরক্কো অথবা স্পেনকে বেছে নেওয়ার। ইয়ামাল স্পেনকেই বেছে নিয়েছেন।
বাবা মরোক্কান হওয়ায় ইয়ামালের সামনে অ্যাটলাসের সিংহদের হয়ে খেলার সুযোগ ছিলো। কিন্তু ইউরো বাছাইপর্বের ম্যাচে স্পেন দলে ডাক পেয়ে গেছেন ইয়ামাল। মাত্র ১৬ বছর বয়সেই লা ফুরিয়া রোজাদের হয়ে খেলতে দেখা যাবে তাকে।
স্পেন ইউরোর বাছাইপর্বে জর্জিয়া ও সাইপ্রাসের বিপক্ষে খেলবে। মাঠে নামলেই সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে স্পেনের প্রতিনিধিত্ব করার রেকর্ড গড়বেন ইয়ামাল। ভেঙে দেবেন বার্সেলোনা সতীর্থ গাভির রেকর্ড।
২০২১ সালে ১৭ বছর ৬২ দিনে স্পেনের হয়ে অভিষেক হয়েছিল গাভির। আগামী শুক্রবার জর্জিয়ার বিপক্ষে মাঠে নামলে ১৬ বছর ১ মাস ২৬ দিনেই অভিষেক হবে ইয়ামালের।