‘মরতে হলে নিজের বাড়িতেই মরব’: বাড়ি ফিরে আসছেন গাজাবাসী
ইসরায়েলের নির্দেশের পর গাজার দক্ষিণে সরে যাওয়া কিছু ফিলিস্তিনি বর্তমানে তাদের ঘরে ফিরে আসছেন, কারণ দক্ষিণেও হামলা চালাচ্ছে ইসরায়েল।
'আমরা অনেক উদ্বিগ্ন যে ইসরায়েলি বাহিনীর ভারী বোমাবর্ষণ দক্ষিণাঞ্চলসহ সমস্ত গাজায় চলমান রয়েছে,' বলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসানি।
'দক্ষিণে টিকে থাকার মারাত্মক কঠিন পরিবেশের সাথে ইসরায়েলি হামলা কিছু ফিলিস্তিনিকে দক্ষিণ গাজা থেকে উত্তরে ফিরে আসতে বাধ্য করেছে বলে মনে হচ্ছে — যদিও গাজার উত্তরাঞ্চলে ভারি বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল।'
এক অপরিচিত ফিলিস্তিনির মন্তব্য উল্লেখ করেন শামদাসানি: 'মরতে হলে নিজের বাড়িতেই মরব।'