বগুড়ায় জামায়াতের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে বিক্ষোভ মিছিল চলাকালে বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া ও দ্বিতীয় বাইপাস সড়কের সাবগ্রাম এলাকায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।
বুধবারের ঘটনায় জামায়াতের কমপক্ষে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বগুড়া দ্বিতীয় বাইপাস মহাসড়কের সাবগ্রাম এলাকায় মহাসড়ক অবরোধ করে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শুরুর কিছুক্ষণের মধ্যেই পুলিশ ও ডিবি পুলিশ এসে নেতাকর্মীদের লক্ষ্য করে রাবার বুলেট ছুঁড়তে থাকে। এসময় নেতাকর্মীরা সড়কে দাঁড়িয়ে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জামায়াতের নেতাকর্মীরা মহাসড়ক থেকে সরে যান। এ সময় কমপক্ষে ৬ জন নেতাকর্মী আহত হন।
প্রায় একই সময়ে বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া এলাকায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে সমাবেশ চলাকালে পুলিশ উপস্থিত হয়ে টিয়ারশেল ও রাবার বুলেট ছোঁড়েন। এখানেও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নেতাকর্মীরা দ্রুত এলাকা ত্যাগ করেন। এ ঘটনায় ৪ জন নেতাকর্মী আহত হয়েছেন।
বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়াতেও জামায়াতের বিক্ষোভ মিছিলে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করেছে পুলিশ।
জানমালের নিরাপত্তায় মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার।