তৃতীয় দিনও খেলা শুরুতে বিলম্ব, চলছে মাঠ শুকানোর প্রস্তুতি
বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের একদিন বৃষ্টির পেটে চলে গেছে। বৃষ্টির কারণে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি। তৃতীয় দিন সকাল সোয়া ৯টা থেকে খেলা শুরু হওয়ার কথা থাকলেও ভেজা আউটফিল্ডের কারণে সেটা সম্ভব হয়নি।
কভার সরিয়ে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আউটফিল্ড শুকানোর কাজ শুরু হয়েছে বেশ আগে। বেলা ১১টার সময় পর্যবেক্ষণ করে আম্পায়াররা জানিয়েছেন, ১২টায় খেলা শুরু হবে।
ভোর থেকে শুরু হয়ে বৃহস্পতিবার সারাদিন বৃষ্টি ঝরে। অপেক্ষায় থেকে থেকে বেলা দুইটার দিকে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। টানা বৃষ্টির কারণে এদিন মাঠেই নামা হয়নি দুই দলের ক্রিকেটারদের। আম্পায়ার, মাঠকর্মীদেরও মাঠে দেখা যায়নি।
ব্যাট হাতে হতাশার সময় গেলেও প্রথম দিনের শেষ বিকেলে বল হাতে তা পুষিয়ে নেয় বাংলাদেশ। মাত্র ১২ ওভারের মধ্যেই পাঁচ উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডকে কোণঠাসা করে ফেলে স্বাগতিকরা। তাই প্রথম ইনিংসে বড় সংগ্রহ না গড়ার পরও স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে নাজমুল হোসেন শান্তর দল।
৫ উইকেটে ৫৫ রান তুলেছে নিউজিল্যান্ড, প্রথম ইনিংসে বাংলাদেশ এগিয়ে ১১৭ রানে। প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে নিজেদের এগিয়ে থাকার কথা জানান বল হাতে নেতৃত্ব দেওয়া মেহেদী হাসান মিরাজ।