অভিষেক রাঙানো হলো না ১২ বছরে প্রথম শ্রেণির ম্যাচ খেলা ব্যাটসম্যানের
১২ বছর বয়সী ক্রিকেটারকে একাদশে নিয়ে চমক দিলেও মাঠে লড়াকু বিহারের দেখা মিললো না। যাকে নিয়ে এতো হইচই, সেই বৈভব সূর্যবংশী নিজেকে মেলে ধরতে পারলেন না। প্রথম শ্রেণি ও রঞ্জি ট্রফিতে নিজের অভিষেক ম্যাচের দুই ইনিংসেই বিবর্ণ থাকলেন ১২ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটসম্যান। তার দল বিহারও কোণঠাসা অবস্থায়। ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা দলটি ইনিংস হারের শঙ্কায়।
যদিও পাটনার মইন-উল-হক স্টেডিয়ামে মুম্বাইকে প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়তে দেয়নি বিহার। বীরপ্রতাপ সিংয়ের ৫ উইকেটের সুবাদে মুম্বাইয়ের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে ২৫১ রানে বেঁধে রাখে তারা। কিন্তু ব্যাট হাতে ধস নামে তাদের। ১০০ রানেই গুটিয়ে যায় বিহারের প্রথম ইনিংসে।
১৫১ রানে এগিয়ে থেকে বিহারকে ফলো-অন করায় মুম্বাই, চার দিনের ম্যাচে সচরাচর প্রতিপক্ষকে এভাবে ফলো-অন করাতে দেখা যায় না। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন চা বিরতির আগ পর্যন্ত ৫ উইকেটে ৬০ রান তুলেছে বিহার। ইনিংস হার এড়াতে এখনও ৯১ রান দরকার তাদের।
মুম্বাইয়ের প্রথম ইনিংসে ১০১ বলে ৬৫ রান করেন ভূপেন লালওয়ানি। সুবেদ পারকর ১১১ বলে ৫০ রান করেন। তনুস কোটিয়ানের ব্যাট থেকে ৬৯ বলে ৫০ রান আসে। ব্যাটে-বলে আলো ছড়ানো শিবম ধুবে ৬১ বলে ৪১ রান করেন। বিহারের বীরপ্রতাপ সিং ৪৫ রান খরচায় ৫টি উইকেট নেন।
ব্যাটিং ব্যর্থতার প্রথম ইনিংসে বিহারের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন আকাশ রাজ। ৫৫ বলে ২২ রান করেন সাকিবুল গনি। ১২ বছর বয়সী ওপেনার সূর্যবংশী রঞ্জির অভিষেক ইনিংসে ২৮ বলে ৪টি চারে ১৯ রান করেন। মুম্বাইয়ের মোহিত আবস্তি ২৭ রানে ৬টি উইকেট শিকার করেন। ২টি উইকেট নেন শিবম দুবে।
দ্বিতীয় ইনিংসেও নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি সূর্যবংশী, বরং রানের হিসেবে ইনিংস আরও ছোট হয়েছে। এই ইনিংসে ৩৭ বলে ২টি চারে ১২ রান করে সাজঘরে ফেরেন কিশোর এই ব্যাটসম্যান। শরমন নিগরোধ ৫৫ বলে ৪০ রান করেন। মাত্র ৭ রানে ৪টি উইকেট নেন মুম্বাইয়ের অলরাউন্ডার শিবম দুবে।