ওয়ানডে অভিষেকে বাংলাদেশের সেরা হৃদয়
একটি চার মারতে না পারার, দলকে না জেতাতে পারার আক্ষেপ কতোটা হতে পারে? এটার জন্য একজন মানুষ নিজেকে কতোটা বদলে ফেলতে পারেন? উত্তরে তৌহিদ হৃদয় ও তার বদলে যাওয়ার গল্পে চোখ রাখতে পারেন। তরুণ ডানহাতি এই ব্যাটসম্যান ২০২২ বিপিএলের ফাইনালে সুযোগ পেয়েও ফরচুন বরিশালকে জেতাতে না পেরে হতাশ হয়ে পড়েন। ভেতরে ভেতরে জ্বলা আক্ষেপের আগুন তাকে তাতিয়ে দেয়, ওখান থেকেই নিজেকে বদলে ফেলার চেষ্টার শুরু।
সেই ফাইনাল হারের ক্ষত শুকাতে অনুশীলনে যে কঠোর পরিশ্রম করেছেন হৃদয়, সেটার ফল মিলেছে সর্বশেষ বিপিএলে। পাওয়ার হিটিংয়ে অভাবনীয় উন্নতি করা যুব বিশ্বকাপজয়ী দলের এই সদস্য সিলেট স্ট্রাইকার্সের হয়ে দুর্বার পারফরম্যান্স করেন। দারুণ সব শটে অবাক করে দেওয়া হৃদয় ১৩ ম্যাচে পাঁচটি হাফ সেঞ্চুরিসহ ৩৬.৬৩ গড় ও ১৪০.৪১ গড়ে ৪০৩ রান করেন, যা আসরের তৃতীয় সর্বোচ্চ।
চোখ ধাঁধানো পারফরম্যান্সে ডাক মেলে বাংলাদেশ দলে। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয়ে যায়। তিন ম্যাচে উজ্জ্বল পারফরম্যান্স করতে না পারলেও ব্যাটিংয়ের মনোভাব, শট বাছাই, লড়াইয়ের মানসিকতা দিয়ে মন জয় করে নেন। কদিন পরে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে ডাক পেয়ে এবার এই ফরম্যাটেও অভিষেক হয়ে গেল তার। যেখানে তিনি ঝলমলে এক ইনিংস খেলে হয়ে গেলেন অভিষেকে বাংলাদেশের সেরা।
শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অভিষিক্ত হৃদয় পাঁচ নম্বরে নেমে ৮৫ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ৯২ রানের ইনিংস খেলেছেন। বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে অভিষেকে হাফ সেঞ্চুরি করেছেন তিনি। তার আগে অভিষেকে হাফ সেঞ্চুরি করেন ফরহাদ রেজা ও নাসির হোসেন। তবে রান করায় এ দুজনকে ছাড়িয়ে গেছেন হৃদয়। অভিষেকে সর্বোচ্চ ৬৩ রান করার রেকর্ড নাসিরের, এখন তা হৃদয়ের।
চতুর্থ উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে ১২৫ বলে ১৩৫ রানের জুটি গড়া হৃদয় সেঞ্চুরির পথেই হাঁটছিলেন। হতে পারতেন ওয়ানডে ইতিহাসে অভিষেকেই সেঞ্চুরি করা ১৭তম ব্যাটসম্যান। কিন্তু ৪৬তম ওভারে আইরিশ পেসার গ্রাহাম হিউমের স্লোয়ার ডেলিভারিতে বোল্ড হয়ে যান হৃদয়। অভিষেক নার্ভাস নাইন্টিজে আউট হওয়া সপ্তম ব্যাটসম্যান তিনি। তার আগে এই অভিজ্ঞতা হয়েছে ইয়ইন মর্গান, ফিলিপ জ্যাকস, ভ্যান ডার ডুসেন, শামারা ব্রুকস ও স্টিফেন ফ্লেমিংয়ের। ওয়ানডে অভিষেকে ৯৯ রানে অপরাজিত থাকেন সংযুক্ত আরব আমিরাতের সপ্নিল পাতিল।