অপেরা হাউসে হাজারও চারাগাছই যখন দর্শক!
করোনাভাইরাসের ধকল এক রকম সামলিয়ে, দীর্ঘদিন বন্ধ থাকার পর সোমবার খুলে গেল স্পেনের বার্সেলোনার বিখ্যাত অপেরা হাউস 'গ্রান তিয়েত্রে দেল লিসিও'। এই অপেরা হাউসের দর্শক সারি কাণায় কাণায় ভরে ওঠা খুবই চিরচেনা দৃশ্য। তবে এবার দর্শক সারিতে মানুষ নয়, ছিল চারাগাছ। সংখ্যায় ২ হাজার ২৯২টি! ওদেরই সংগীত শোনালেন মিউজিশিয়ানরা!
অবশ্য লাইভস্ট্রিমের মাধ্যমে ঘরে বসে অনলাইনে হাজারও দর্শক এই ব্যতিক্রমী পরিবেশনা উপভোগ করেছেন।
বিশ্বখ্যাত এই অপেরা হাউস কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, এটি তাদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরিয়ে আনার ক্ষেত্রে শিল্প, সংগীত ও প্রকৃতির মূল্যবোধের পক্ষ থেকে এক জোরাল প্রতীকী কাজেরই স্বাগত জানানো ও পথ প্রদর্শনের বার্তা।
এই চারাগাছগুলো আনা হয়েছে কাছের নার্সারিগুলো থেকে। অনুষ্ঠান শেষে প্রতিটি চারাগাছ হসপিটাল ক্লিনিক অব বার্সেলোনার প্রতিটি স্বাস্থ্যকর্মীকে উপহার হিসেবে দেওয়া হয়েছে। খবর সিএনএনের।
বিবৃতিতে অপেরা হাউস কর্তৃপক্ষ আরও জানায়, এই আজব ও বেদনাবিধুর সময়ে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক কতটা নিবিড়, সেটি ফুটিতে তোলার বার্তা দেওয়ার উদ্দেশ্যে দর্শকের আসনে চারাগাছ রেখেছে তারা।
স্পেনে করোনাভাইরাসের দাপট শুরু হলে, দেশজুড়ে জারি হওয়া 'জরুরি' অবস্থায় মার্চ মাসের মাঝামাঝি সময়ে বন্ধ হয়ে গিয়েছিল এই অপেরা হাউস।
করোনাভাইরাসের পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৩ হাজার ৮৩২ জন। এদের মধ্যে প্রাণ হারিয়েছেন ২৮ হাজার ৩২৫ জন।