কোপা আমেরিকায় আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনিই
কদিন আগে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে বিখ্যাত মারাকানায় ম্যাচ জয়ের পর লিওনেল স্কালোনি ইঙ্গিত দিয়েছিলেন, আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন তিনি। আলবিসেলেস্তেদের ৩৬ বছরের অপেক্ষা ঘুচিয়ে বিশ্বকাপ এনে দেওয়া এই কোচ কারণ হিসেবে জানিয়েছিলেন ক্লান্তির কথা।
দিনের পর দিন নিজেদের মান ধরে রাখাকে কঠিন কাজ উল্লেখ করে স্কালোনি দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দেন। তবে তিনি এটিও বলেছিলেন, কোচ হিসেবে থাকবেন কিনা সেটি ভেবে দেখবেন। আর্জেন্টিনার গণমাধ্যমের খবর, অন্তত কোপা আমেরিকা পর্যন্ত মেসিদের কোচ থাকছেন স্কালোনি।
লিওনেল স্কালোনির অধীনেই আগামী জুনে কোপা আমেরিকা খেলবে আর্জেন্টিনা। সরে দাঁড়ানোর সিদ্ধান্ত থেকে বিশ্বকাপজয়ী এই কোচের মন বদলেছে বলে খবর আর্জেন্টিনার সংবাদমাধ্যমের। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে স্কালোনির আলোচনার পর এই খবর জানা যায়।
এএফএ যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে কিছু জানায়নি। তবে আর্জেন্টিনা ভিত্তিক টিভি চ্যানেল টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গাস্তন এদুল সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, অন্তত কোপা আমেরিকা পর্যন্ত দায়িত্ব স্কালোনিই তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচের দায়িত্বে থাকছেন। দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণাও আসবে বলে জানান এদুল।
যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা শুরু হবে আগামী ২০ জুন, ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ জুলাই। এর আগে মার্চের ১৮ থেকে ২৬ তারিখ পর্যন্ত চীনে স্ফর আছে আর্জেন্টিনার। সেখানে স্বাগতিকদের সঙ্গে একটি ম্যাচ খেলার পাশাপাশি একটি ইউরোপিয়ান দলের বিপক্ষেও খেলবেন মেসিরা-এমিলিয়ানো মার্তিনেসরা।