মেসি-সুয়ারেজের গোলের পরও আল-হিলালের কাছে মায়ামির হার
রিয়াদ সিজন কাপে নিজেদের প্রথম ম্যাচে আল-হিলালের কাছে ৪-৩ গোলের ব্যবধানে হেরেছে ইন্টার মায়ামি। ম্যাচের এক পর্যায়ে ৩-১ গোলের ব্যবধানে পিছিয়ে পড়ার পর ৩-৩ এ সমতায় ফেরেন মেসি-বুস্কেটরা। শেষ পর্যন্ত আরেকটি গোল করে জয় ছিনিয়ে নেয় আল-হিলাল।
রিয়াদ সিজন কাপ খেলতে মেসির ইন্টার মায়ামি এখন রোনালদোর সৌদি আরবে। সেখানে প্রথম ম্যাচে নেইমারের আল-হিলালের কাছে হেরে গেছেন মেসি-সুয়ারেজরা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এক ম্যাচে গোল পেয়েছেন মেসি-সুয়ারেজ যুগলবন্দী, তবে দলকে জেতাতে পারেননি তারা।
আল-হিলালের হয়ে যদিও খেলতে নামেননি নেইমার। তাই মাঠে আরেকবার একসঙ্গে দেখা যায়নি মেসি-নেইমার-সুয়ারেজকে। তবে দর্শকদের পয়সা উসুল করেছে মাঠে দুই দলের লড়াই। ম্যাচের ১৩ মিনিটের মধ্যে আল-হিলালকে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে দেন মিত্রোভিচ ও হামদান। সুয়ারেজের ৩৪ মিনিটের গোল ইন্টার মায়ামিকে ম্যাচে ফেরায়।
কিন্তু ৪৪ মিনিটে মাইকেলের গোলে ব্যবধান আবারও বাড়ায় আল-হিলাল। এরপর শুরু হয় মেসি জাদু। পেনাল্টি থেকে ৫৪ মিনিটে ব্যবধান ৩-২ করেন আর্জেন্টাইন কিংবদন্তি। ঠিক এরপরের মিনিটেই দুর্দান্ত এক পাসে হিলালের রক্ষণ ভেদ করে এক পাস দেন তিনি, সেই পাস ধরে মায়ামিকে সমতায় ফেরান রুইজ।
ম্যাচ যখন সমতায় শেষ হওয়ার পথে তখনই হিলালের হয়ে জয়সূচক গোলটি করেন ম্যালকম। পরের ম্যাচের জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা সব ফুটবল ভক্তের। কারণ সেখানে যে মুখোমুখি হবেন মেসি-রোনালদো। ইন্টার মায়ামি খেলবে আল-নাসেরের বিরুদ্ধে। ফুটবল বিশ্বের নজর থাকবে সেই ম্যাচের দিকেই।