রোনালদোকে নিয়ে কখনোই মাথা ঘামাতেন না মেসি- দাবি পিকের
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো, ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় দুই তারকার মুখোমুখি লড়াই চলেছে গত প্রায় ১৫ বছর ধরে। এখন মেসি চলে গেছেন যুক্তরাষ্ট্রে, রোনালদোর ঠিকানা হয়েছে সৌদি আরব।
দুজনের মুখোমুখি লড়াই হওয়ার সুযোগ এখন সামান্যই। কিন্তু নিজেদের সেরা সময়ে কালজয়ী সব মূহুর্তের জন্ম দিয়েছেন এই দুই মহাতারকা। একে অপরকে প্রশংসায়ও ভাসিয়েছেন প্রকাশ্যেই।
তবে রোনালদোকে নিয়ে অনেকেরই অভি্যোগ রয়েছে, তিনি মেসিকে নিয়ে একটু বেশিই ভাবতেন। বিশেষ করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে সেরা দাবি করে অহরহই আলোচনায় এসেছেন সিআর সেভেন। অথচ দলীয় ও ব্যক্তিগত অর্জনের তালিকায় তিনি মেসির চেয়ে ঢের পিছিয়ে।
রোনালদোর মতোই মেসিও কী তার প্রবল প্রতিপক্ষকে নিয়ে ভাবতেন কিনা এমনটা জানার ইচ্ছা ভক্ত-সমর্থকদের সবসময়ই ছিল। সেটির উত্তর পাওয়া গেল মেসির এক সময়ের বার্সেলোনা সতীর্থ জেরার্ড পিকের কাছ থেকে। দুজনে মিলে বার্সেলোনাকে একাধিকবার সম্ভাব্য সব শিরোপাই জিতিয়েছেন।
সাবেক স্প্যানিশ ডিফেন্ডার পিকের দাবি, মেসি কেবল দলের কথাই ভাবতেন, 'না, সে কখনো অন্য কিছু নিয়ে চিন্তা করত না। দল তার কাছে সবার আগে ছিল। সে সবসময় দলকে জেতানোর কথাই ভেবেছে।' টকস্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন পিকে।
রোনালদোকে নিয়ে মেসি কখনও কিছু ভাবতেন কিনা এমন প্রশ্নের জবাবে পিকে বলেন, 'কখনওই না। মেসি এমন ধরনের মানুষই না। সে সবসময়ই সেরা ছিল। তখনও সে ব্যালন ডি'অর জিতেই চলেছিল। কিন্তু এটা তার মূল উদ্দেশ্য ছিল না।'