জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার মিশনে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রথম তিন টি-টোয়েন্টি দিয়েই সিরিজ নিশ্চিত হয় বাংলাদেশ। পরের ম্যাচেও জেতে ঘরের মাঠের দলটি। ৪-০ ব্যবধানে এগিয়ে থাকা নাজমুল হোসেন শান্তর দল আজ জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নামছে।
ম্যাচে টস ভাগ্য বিপক্ষে গেছে বাংলাদেশের। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হবে। এই মাঠে এর আগে কখনও সকাল ১০টায় টি-টোয়েন্টি শুরু হয়নি।
আজ জিতলে প্রথমবারের মতো পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কোনো প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে বাংলাদেশ। এর আগে দুইবার পাঁচ ম্যাচের সিরিজ খেলেছে তারা, সিরিজ জিতলেও এই সাফল্য মেলেনি। ২০২১ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-২ ব্যবধানে জেতে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশে ৩টি পরিবর্তন আনা হয়েছে। একাদশে নেই দুই পেসার তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও শেখ মেহেদি হাসান। জিম্বাবুয়ের একটি পরিবর্তন এনেছে। রিচার্ড এনগারাভার বদলে খেলছেন শন উইলিয়ামস।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ: তাদিওয়ানাশে মারুমানি, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), শন উইলিয়ামস, ক্লাইভ মাদান্ডে (উইকেকরক্ষক), জোনাথন ক্যাম্পবেল, রায়ান বার্ল, লুক জংওয়ে, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি।