ছোট্ট এই বৈদ্যুতিক গাড়ি যেভাবে বিপুল প্রভাব ফেলছে বিশ্ববাজারে
ছোট আকারের ইলেক্ট্রিক্যাল ভেইকেল বা বৈদ্যুতিক গাড়ি বা সংক্ষেপে ইভি বর্তমান উন্নত বিশ্বের পরিবহন খাতে ব্যাপক প্রভাব রাখতে শুরু করেছে।
চীন, জাপানসহ ইউরোপের মতো বাজারগুলোতে ছোট সাইজের এই বৈদ্যুতিক গাড়িগুলোর বিক্রি বেড়েছে প্রচুর পরিমাণে। বিওয়াইডি-এর সিগাল এবং নিসান সাকুরার মতো গাড়িগুলো এখন বাজারে টেসলাকেও টক্কর দিতে শুরু করেছে।
যদিও মার্কিন বাজারে এ চিত্র অনেকটাই বিপরীত; সেখানে টেসলার ওয়াই মডেল মতো এসইউভি এবং ফোর্ড এফ১৫০ লাইটনিংয়ের মতো পিকআপগুলোর জনপ্রিয়তাই বেশি।
তবে সম্ভবত এ পরিস্থিতির পরিবর্তন হতে চলেছে, ভোক্তাদের তথ্য বিশ্লেষণের পর দেখা যাচ্ছে– মার্কিনীরা ক্রমবর্ধমানভাবে ছোট যানবাহনের দিকে ঝুঁকছেন, একইসঙ্গে ফোর্ড এবং টেসলার মতো অটোমেকাররাও সস্তা মডেলের যানবাহন তৈরির প্রতিশ্রুতি দিচ্ছে।
চীনে উৎপাদিত হাজার হাজার গাড়ি প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি হলেও, খুব সহসাই কোনো মার্কিনী প্রতিষ্ঠান সিগাল কিংবা সাকুরার সঙ্গে টক্করে যেতে সক্ষম হবে বলে মনে হয় না।
চীনের ইভিগুলোতে মার্কিন সরকারের শুল্ক বৃদ্ধি এবং ছোট যানবাহন আমদানির ক্ষেত্রে নানান নিয়িমনীতি— এগুলো আমদানির সক্ষমতাকে আরও সীমিত করে।
চলুন, জেনে নেওয়া যাক এশিয়া ও ইউরোপের জনপ্রিয় কিছু বৈদ্যুতিক গাড়ি (ইভি) সম্পর্কে—
বিওয়াইডি সিগাল
চীনে নিজের প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে এবার ইলন মাস্কের জন্য প্রাথমিক চ্যালেঞ্জার হয়ে উঠেছে বিওয়াইডি সিগাল। কোম্পানিটির ছোট আকারের সস্তা গাড়িগুলো দ্রুতই জনপ্রিয় হয়ে উঠেছে।
বিভিন্ন রকম মডেলের ছোট ছোট এই গাড়িগুলো একবার দেওয়া চার্জ দিলে অনায়েশে ৩০৫ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে পারে। আর এ গাড়িগুলোর দাম পড়বে মাত্র ১১,০০০ মার্কিন ডলার।
যুক্তরাষ্ট্রে এ ধরনের গাড়ির চাহিদা থাকলেও খুব দ্রুতই এটি সেদেশে যেতে পারবে বলে মনে হয় না। কারণ চীনে তৈরি যানবাহনের ওপর মার্কিন সরকার উচ্চ শুল্ক আরোপ করে রেখেছে।
হংগুয়াং মিনি
জেনারেল মোটরসের সঙ্গে অংশীদারিত্বে চীনা অটোমেকার সাইক মোটর এবং উলিং মোটর মিলে তৈরি করে হংগুয়াং মিনি ইভি।
২০২০ সালে যাত্রা শুরু করে এটি; পায় বেশ জনপ্রিয়তাও।
২০২২ সালে চীনে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ইভি এটি। এমনকি, বাজারে আসার চার বছর পরেও এর বিক্রি টেসলা মডেল ৩ কে ছাড়িয়ে গেছে।
একবার চার্জ দিলে প্রায় ১৭০ কিলোমিটার পথ যেতে পারে হংগুয়াং মিনি। আবার এর দামও খুব বেশি নয়; ২৮,৮০০ থেকে ৩৮,৮০০ ইউয়ান বা ৩,৯৫৫ থেকে ৫,৩৭৫ মার্কিন ডলার খরচ করলেই একটি হংগুয়াং মিনি পাওয়া যাবে।
নিসান সাকুরা
জাপানে দীর্ঘকাল ধরে ছোট ইভিগুলোকে 'কেই' গাড়ি বলা হয়ে থাকে— এবং এরমধ্যে নিসান সাকুরা অন্যতম জনপ্রিয়।
১১-ফুট লম্বা এই বৈদ্যুতিক গাড়ির দাম পড়বে প্রায় ১৩,০০০ মার্কিন ডলার। ২০২৩ সালে জাপানের সবচেয়ে বেশি বিক্রিত ইভি এটি।
চালকদের মতে, কেবল জাপানে পাওয়া যাওয়া সাকুরা, টোকিওর সরু রাস্তাগুলোয় চালানোর জন্য বিশেষ উপযোগী। এতে করে গ্রামাঞ্চলে সারাদিন রোমাঞ্চকর ভ্রমণ সম্ভব।
দ্য বিজনেস ইনসাইডারকে একজন চালক বলেন, "এটি স্টার্ট দেওয়ার পর চাইলে রকেটের গততেও উড়িয়ে নিয়ে যাওয়া যায়। সমস্ত টর্কসহ একটি পূর্ণ আকারের গাড়ির মতো এটি পাহাড় এবং পাহাড়ী রাস্তায় চলতে পারে।"
সিট্রোয়েন অ্যামি
প্রযুক্তিগতভাবে বলতে গেলে, সিট্রোয়েন অ্যামি মোটেও একটি বৈদ্যুতিক গাড়ি নয়— এটি একটি 'ইলেকট্রিক কোয়াড্রিসাইকেল'।
এই ফোর-হুইলারের দাম যুক্তরাজ্যে ১২,২৮৫ ডলার। ২০২০ সালে ফ্রান্সে প্রথম চালু হওয়ার পর ইউরোপজুড়ে এটি ব্যাপক সাড়া ফেলে।
ঘণ্টায় সর্বোচ্চ ২৮ মাইল গতিতে মাত্র ৪৬ মাইল যেতে পারে এটি। ফরাসী ভাষায় অ্যামি শব্দের অর্থ বন্ধু। এটি কম দূরত্বে চলাচলের জন্য অনেকটা শহুরে যানের মতো।
মাইক্রোলিনো
এই 'বাবল কার' এ সবচেয়ে মজার বিষয় হলো এতে একটি ফ্রিজ-স্টাইলের দরজা রয়েছে। যেটি ব্যবহার করে আপনি সামনে থেকেই ঢুকতে ও বের হতে পারবেন।
মাইক্রোলিনো গাড়ি ডিজাইন করেছে সুইস স্কুটার কোম্পানি মাইক্রো। একবার চার্জে এটি সর্বাধিক ২২৮ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে।
গাড়িটির দাম শুরু হয়েছে ১৯,৯০০ মার্কিন ডলার থেকে।
২০২১ সাল থেকে ইউরোপের বাজারে বিক্রি হচ্ছে এই ক্ষুদ্র মাইক্রোকার। চলতি বছরের শেষের দিকে যুক্তরাজ্যেও এটি লঞ্চ করার পরিকল্পনা রয়েছে।
অনুবাদ: জান্নাতুল তাজরী তৃষা