ইউটিউবে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার মিস্টারবিস্টের, ছাড়িয়ে গেল টি-সিরিজকে
ভারতের সংগীত ও সিনেমা নির্মাতা প্রতিষ্ঠান 'টি-সিরিজ' এবং আমেরিকান ইউটিউব চ্যানেল `কোকোমেলন'কে ছাড়িয়ে সর্বাধিক সাবস্ক্রাইবার অর্জন করেছেন 'মিস্টারবিস্ট'-খ্যাত জিমি ডোনাল্ডসন। বর্তমানে তার সাবস্ক্রাইবার সংখ্যা ২৬৬ মিলিয়ন।
২৬ বছর বয়সী ইউটিউবার জিমি ডোনাল্ডসন রবিবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তার এই অর্জনের কথা শেয়ার করেছেন।
ওই পোস্টে মিস্টারবিস্ট লিখেছেন: 'ছয় বছর পরে আমরা অবশেষে ফিডাইফি'র প্রতিশোধ নিয়েছি।'
এই সপ্তাহের শুরুতে এক সাক্ষাৎকারেও তিনি টি-সিরিজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ফিডাইফিকে করা সমর্থন করার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
২০১৮ সালে টি-সিরিজের সঙ্গে সাবস্ক্রাইবার সংখ্যা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ফিডাইফি'র। এ নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়েছিল নেট দুনিয়ায়। মিস্টারবিস্ট প্রকাশ্যেই তখন ফিডাইফির পক্ষ নিয়েছিল। এরপর ২০১৯ সাল থেকেই সাবস্ক্রাইবারের শীর্ষ স্থানে ছিল টি-সিরিজ।
২০২৩ সালের শুরুতে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল মিস্টারবিস্ট। তার তখন ১২৭ মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল, এবং টি-সিরিজের ছিল ২৩৩ মিলিয়ন। অবশেষে ১ জুন টি-সিরিজকে হারিয়ে শীর্ষস্থানে পৌঁছে যান মিস্টারবিস্ট।
এক্স এর মালিক ইলন মাস্ক মি.বিস্টের টুইটের কমেন্ট বক্সে শুভেচ্ছা জানিয়েছেন।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি