বিশ্বকাপ অভিষেকে দুর্বার রিশাদ, ৭ বলে নিলেন ৩ উইকেট
বিশ্বকাপ অভিষেকে নিজের করা প্রথম দুই ওভারে সম্ভাবনা জাগাতে পারেননি রিশাদ হোসেন। তৃতীয় ওভারে এসে জাদু দেখালেন বাংলাদেশের এই লেগ স্পিনার। দুই বলে ফিরিয়ে দিলেন চারিথ আসালাঙ্কা ও শ্রীলঙ্কার অধিনায়ক ভানিন্দু হাসারাঙ্গাকে।
নিজের শেষ ওভারেও আঘাত হানলেন রিশাদ, এবার তার শিকার ধনঞ্জয়া ডি সিলভা। বিশ্বকাপ অভিষেকটা বল হাতে রাঙিয়ে রাখলেন ২১ বছর বয়সী এই বোলার। ৪ ওভারে ৩ উইকেট নিতে রিশাদের খরচা ২২ রান।
রিশাদের তোপে পড়ে ভালো অবস্থানে থাকা শ্রীলঙ্কা হঠাৎ চাপে পড়ে গেছে। ১৭ ওভার শেষে ৬ উইকেটে তাদের সংগ্রহ ১১২ রান। অ্যাঞ্জেলো ম্যাথুস ৮ রানে ও দাসুন শানাকা ৩ রানে ব্যাটিং করছেন।
এবার নিসাঙ্কাকে ফেরালেন মুস্তাফিজ
নিজের প্রথম ওভারেই ফিরিয়ে দেন কামিন্দু মেন্ডিসকে। পরের ওভার করতে এসে আবারও আঘাত হানলেন মুস্তাফিজর রহমান। বাঁহাতি এই পেসার এবার থামালেন মারকুটে ব্যাটিং করা পাথুম নিসাঙ্কাকে।
২৮ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৪৭ রান করা মুস্তাফিজকে উড়িয়ে মারতে গিয়ে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন। ১০ ওভার শেষে ৩ উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ৭৪ রান। ধনঞ্জয়া ডি সিলভা ১১ ও চারিথ আসালাঙ্কা ২ রানে ব্যাটিং করছেন।
তাসকিনের পর মুস্তাফিজের আঘাত
খরুচে হলেও ইনিংসের তৃতীয় ওভারে উইকেট এনে দেন চোট কাটিয়ে ফেরা তাসকিন আহমেদ, ফেরান শ্রীলঙ্কার ওপেনার কুশল মেন্ডিসকে। দুই ওভার পর আঘাত হানলেন মুস্তাফিজুর রহমান, বাঁহাতি এই পেসারের শিকার কামিন্দু মেন্ডিস।
২ উইকেট হারালেও অবশ্য দ্রুত গতিতে রান তুলে যাচ্ছে শ্রীলঙ্কা। পাওয়ার প্লের ৬ ওভার থেকে ৫৩ রান তুলেছে লঙ্কানরা। পাথুম নিসাঙ্কা ৩৪ ও এই ম্যাচে সুযোগ পাওয়া ধনঞ্জয়া ডি সিলভা ৪ রানে ব্যাটিং করছেন।
শুরুতেই উইকেট এনে দিলেন তাসকিন
চোটের কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে খেলা হয়নি। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আজ খেলছেন তাসকিন আহমেদ। শুরুটা ভালো ভালো করতে না পারলেও তিনিই দলকে প্রথম উইকেট এনে দিলেন। তার প্রথম দুই বলেই চার মারা কুশল মেন্ডিসকে ফিরিয়ে দিয়েছেন ডানহাতি এই পেসার।
যদিও উইকেটটিতে সব কৃতিত্ব তাসকিনের নয়। তার করা ব্যাক অফ লেংথের ডেলভারিতে ব্যাট চালিয়ে ইনসাইড এজে বোল্ড হন দারুণ শুরু করা কুশল। ৮ বলে ২টি চারে ১০ রান করে থামেন তিনি। ৪ ওভার শেষে ১ উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ৩২ রান। পাথুম নিসাঙ্কা ১৮ ও কামিন্দু মেন্ডিস ৪ রানে ব্যাটিং করছেন।