‘বিচারিক প্রক্রিয়াকে সম্মান জানাব’: ছেলে দোষী সাব্যস্তের পর বাইডেনের অঙ্গীকার
ছেলে দোষী সাব্যস্ত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 'বিচারিক প্রক্রিয়াকে সম্মান করার' প্রতিশ্রুতি দিয়েছেন।
অবৈধভাবে বন্দুক কেনার জন্য মাদক গ্রহণের বিষয়ে মিথ্যা বলার দায়ে বাইডেনের ছেলে হান্টার বাইডেনকে মঙ্গলবার (১১ জুন) দোষী সাব্যস্ত করেছে মার্কিন আদালতের জুরি।
'আমি প্রেসিডেন্ট, কিন্তু আমি একজন বাবাও,' মঙ্গলবার এক বিবৃতিতে বলেন বাইডেন। 'আমি এ মামলার ফলাফল মেনে নেব এবং হান্টার আপিলের বিষয়ে বিবেচনা করলে বিচারিক প্রক্রিয়াকে যথাযথ সম্মান করব।'
ডেলাওয়্যারের উইলমিংটনের ফেডারেল আদালতের ১২ সদস্যবিশিষ্ট জুরি হান্টার বাইডেনের বিরুদ্ধে থাকা ৩টি অভিযোগেই তার দোষ খুঁজে পেয়েছেন।
এ প্রথমবারে মতো দায়িত্ব পালনরত কোনো মার্কিন প্রেসিডেন্টের সন্তান ফৌজদারী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হলেন।
যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থাকে নিজের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করার অভিযোগ এনেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার এ দাবির বিরুদ্ধে এখন হান্টার বাইডেনের রায়কে জবাব হিসেবে ব্যবহার করতে পারে ডেমোক্র্যাটরা।
বন্দুক-সম্পর্কিত অভিযোগের জন্য মার্কিন আইনে ১৫ থেকে ২১ মাস সাজা প্রদানের নিয়ম রয়েছে। কিন্তু আইন বিশেষজ্ঞরা বলছেন, একই ধরনের মামলায় আসামিরা প্রায়শই ছোটখাটো সাজা পান এবং যদি তারা তাদের আংশিক মুক্তির সময়ে সব শর্ত মেনে চলেন, তাহলে তাদের কারাবাসের সম্ভাবনা কমে যায়।