কাজ শেষে ফেরার পথে বন্দুকের মুখে ছিনতাইয়ের শিকার হলেন মার্কিন সিক্রেট সার্ভিস সদস্য
মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের একজন সদস্য ছিনতাইয়ের শিকার হয়েছেন। ঘটনার সময় তিনি নিজের অস্ত্র থেকে গুলি চালান। শনিবার রাতে প্রেসিডেন্ট জো বাইডেনের ক্যালিফোর্নিয়া সফরের সময় এ ঘটনা ঘটে।
ক্যালিফোর্নিয়ার টাস্টিন থেকে সরকারি দায়িত্ব সেরে ফিরছিলেন ওই সদস্য। বাহিনীটির মুখপাত্র অ্যান্থনি গাগলেইলমি এক বিবৃতিতে জানিয়েছেন, 'ঘটনার সময় [ওই সদস্য] সার্ভিস অস্ত্র থেকে গুলি চালান'।
তবে সন্দেহভাজন ছিনতাইকারীর গায়ে গুলি লেগেছে কি না তা জানা যায়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। 'আমরা খুশি যে, [সিক্রেট সার্ভিস] সদস্য আঘাতপ্রাপ্ত হননি,' গাগলেইলমি বলেন।
বাহিনীটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টসহ অন্যান্য নেতাদের নিরাপত্তার দায়িত্ব সিক্রেট সার্ভিসের। এছাড়া দেশটির অর্থনৈতিক অবকাঠামোর বিরুদ্ধে ঘটা অপরাধের তদন্তও করে এটি।
টাস্টিন পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় একটি আবাসিক এলাকার কাছে ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারী সিক্রেট সার্ভিস সদস্যের ব্যাগ চুরি করেন।
পুলিশ আরও জানিয়েছে, সন্দেহভাজন অপরাধীকে তারা এখনো খুঁজে না পেলেও ওই এলাকায় ভুক্তভোগীর কিছু জিনিসপত্র তারা উদ্ধার করেছে।