মাত্র ১৪ বছর বয়সে জাতীয় দাবার চ্যাম্পিয়ন নীর
৪৮তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন ফিদে মাস্টার মনন রেজা নীর। মাত্র ১৪ বছর বয়সে এই কীর্তি অর্জন করলেন তিনি। সদ্য প্রয়াত গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের ছাত্র ছিলেন নীর।
চ্যাম্পিয়ন হওয়ার আনন্দের চেয়ে শিক্ষক হারানোর বেদনাই বেশি আঁকড়ে ধরেছে নীরকে। খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়া গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের কাছে তালিম নেওয়া শুরু করেছিলেন নীর। জিয়া নিজেও ১৪ বছর বয়সে প্রথমবার জাতীয় দাবা চ্যাম্পিয়ন হয়েছিলেন।
চ্যাম্পিয়ন হওয়ার পথে নীর পেছনে ফেলেছেন তিন গ্র্যান্ডমাস্টারকে। ১০ ম্যাচে ১৩ পয়েন্ট পেয়েছেন এই ফিদে মাস্টার। তবে ১৪ বছর বয়সে চ্যাম্পিয়ন হয়েও সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ছুঁতে পারেননি নীর।
এই রেকর্ডটি আরেক গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদের। ১৯৭৯ সালে মাত্র ১৩ বছর বয়সে জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হয়েছিলেন নিয়াজ। এবার নিয়ে চতুর্থবার জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন মনন রেজা নীর।