অনিচ্ছাকৃত খুনের অভিযোগ থেকে অভিনেতা আলেক বল্ডউইনের মুক্তি
প্রসিকিউশন প্রমাণ গোপন করায় অভিনেতা আলেক বল্ডউইনের বিরুদ্ধে আনা সিনেমার সেটে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ খারিজ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি আদালত।
২০২১ সালের অক্টোবরে আলেক বল্ডউইন নিউ মেক্সিকোতে 'রাস্ট' সিনেমার সেটে শ্যুটিং চলাকালীন প্রপ গান ফায়ার করার পর গুলির আঘাতে সিনেম্যাটোগ্রাফার হ্যালিনা হাচিনস মারা যান। গুলি লেগে আহত হন ছবির পরিচালক জোয়েল সুজাও। পরবর্তীতে এ বছরের জানুয়ারিতে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয় বর্ষীয়ান হলিউড অভিনেতা আলেক বল্ডউইনের বিরুদ্ধে।
নিউ মেক্সিকোর বিচারক বল্ডউইনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ খারিজ করে দেয়ার পর তিনি কান্নায় ভেঙে পড়েন। অনিচ্ছাকৃত খুনের অভিযোগ আসার পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো তার বিরুদ্ধে আসা অভিযোগ খারিজ করে দিয়েছেন আদালত। এ ঘটনায় তাকে আর অভিযুক্ত করা যাবে না।
তার আইনজীবী অভিযোগ করেছিলেন, পুলিশ এবং প্রসিকিউটররা প্রমাণ লুকিয়ে রেখেছিলেন— এক ব্যাচ গুলি যা অনিচ্ছাকৃত গুলি করার ঘটনার সাথে সম্পর্কিত।
বল্ডউইনের আইনজীবী শ্যুটিং সেটে কীভাবে সত্যিকারের গুলি আসল তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এ ঘটনার তদন্ত এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভুল নিয়েও প্রশ্ন তুলেন তারা।
এর আগে তার আইনজীবীর করা অভিযোগ খারিজের আবেদনকে কেন্দ্র করে একাধিক উল্লেখযোগ্য বিষয় ঘটতে থাকে। কেসটির দায়িত্বে থাকা দুজন বিশেষ প্রসিকিউটর পদত্যাগ করেন। বিচারক ম্যারি মারলো সোমারস জুরিকে বাতিল করে একাধিক প্রত্যক্ষদর্শীর বয়ান নেন।
বল্ডউইনের আইনজীবী আদালতে অভিযোগ জানিয়ে বলেছিলেন, আদালতে যে বুলেটগুলো প্রমাণ হিসেবে দাখিল করা হয়েছিল সেগুলোর সাথে হাচিনসনের হত্যার সম্পর্ক থাকলেও থাকতে পারে। কিন্তু ভিন্ন মামলার জন্য ভিন্ন নাম্বার দিয়ে সেগুলোকে আদালতে দাখিল করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।১
প্রসিকিউটররা যুক্তি দিয়েছিলেন, মামলার সাথে গুলিগুলো সম্পর্কিত নয় এবং 'রাষ্ট্র' সিনেমার সেটে পাওয়া গুলির সাথে সেগুলোর মিল নেই।
বিচারক রায়ে বলেন, এ তথ্য আগেই বল্ডউইনের আইনজীবীকে জানানো উচিত ছিল। তিনি বলেন, "রাষ্ট্রপক্ষের এ তথ্যটি আটকে রাখা ইচ্ছাকৃত এবং উদ্দেশ্যপ্রণোদিত ছিল। কোনোভাবেই আদালতের পক্ষে এমন ভুলকে সঠিক বলা সম্ভব নয়।"
মামলাটিকে মিথ্যা প্রমাণ দাখিল করা এবং পক্ষপাতদুষ্টতার অভিযোগে খারিজ করায় প্রসিকিউটররা বল্ডউইনকে নতুন করে আর অভিযুক্ত করতে পারবেন না।
লস অ্যাঞ্জেলেসের ট্রায়াল অ্যাটর্নি জোশুয়া রিটার মামলার খারিজ হওয়ার বিষয়টি বিবিসিকে নিশ্চিত করেছেন। বল্ডউইন এবং তার পরিবারের সদস্যরা এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের কোন উত্তর দেননি।