কোটা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের লিভ টু আপিল
প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাসহ কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেছে সরকার। লিভ টু আপিলে হাইকোর্টের রায় বাতিল চাওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিল দায়ের করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।
গত ১৪ জুলাই প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হয়েছে। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ ২৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করেন।
অ্যাটর্নি জেনারেলের অফিস জানায়, আগামী ১০ আগস্ট এ বিষয়ে আপিল বিভাগে শুনানির জন্য দিন ধার্য রয়েছে।