গোড়ালির চোটে অনির্দিষ্টকালের জন্য ছিটকে গেলেন মেসি
নিজেই ততোক্ষণে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, ইশারায় বলে দিয়েছেন ওই পা নিয়ে আর খেলতে পারবেন না। বদলি খেলোয়াড় নিকোলাস গঞ্জালেস ডাক আউটে প্রস্তুত, কিন্তু মাঠ ছাড়তে গিয়ে লিওনেল মেসির শরীর যেন ভারী হয়ে উঠলো। খোঁড়াতে খোঁড়াতে শরীরটাকে টেনে নিয়ে গেলেন মাঠের বাইরে, ডান পা থেকে খুলে ফেলা বুট মাটিতে আছড়ে ফেলে আর নিজেকে ধরে রাখতে পারলেন না আর্জেন্টাইন ফুটবল জাদুকর। বেঞ্চে বসে দুই হাতে মুখ ঢেকে অঝোরে কেঁদে গেলেন মেসি।
কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ৬৬ মিনিট পর্যন্ত মাঠে থেকেও কিছু করতে পারেননি। দলের শিরোপা জয় তখনও অনিশ্চিত, এমন সময়ে ডান পায়ের চোটে নিজেই মাঠ ছাড়া; বাকি মিনিটগুলো তাই যেন তার কাছে তখন হয়ে উঠেছিল পরম চাওয়ার।
কিন্তু চোটের ডান পায়ে দুইবার আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হতে হলো ক্যারিয়ারের সায়াহ্নে পৌঁছে যাওয়া মেসিকে। কে জানে শেষ ফাইনাল ভেবেই শিশুর মতো কেঁদে উঠেছেন কিনা রেকর্ড আটটি ব্যালন ডি'অর জয়ী। চোট পেয়ে মাঠ ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, ডান পায়ের গোড়ালি বেশ ফুলে গেছে মেসির। এবার জানা গেল, অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হবে আর্জেন্টাইন জাদুকরকে।
গতকাল মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার পর এমনটাই জানায় তার ক্লাব ইন্টার মায়ামি। ডান পায়ের গোড়ালিতে চোট পাওয়ায় চলমান মেজর সকার লিগে (এমএলএস) পরের ম্যাচগুলোতে অধিনায়ককে পাচ্ছে না ক্লাবটি। আজ ইন্টার মায়ামি মেসির চোট নিয়ে নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে, মেডিকেল পরীক্ষার পর জানা গেছে মেসির ডান গোড়ালির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। সেরে উঠতে অধিনায়ককে পর্যবেক্ষণে রাখা হবে।
তবে মায়ামির কোচ জেরার্দো মার্তিনোর বরাতে বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, মেসি এমএলএসে দুই ম্যাচের জন্য ছিটকে গেছেন। এবারের কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচেও চোটের কারণে খেলতে পারেননি ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড।