নরসিংদী কারাগার থেকে পালানো জঙ্গি সদস্য সোনারগাঁওয়ে গ্রেপ্তার
নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক নিষিদ্ধ জঙ্গি সংগঠন- আনসার আল ইসলামের সক্রিয় সদস্য ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে র্যাব- ১১। গতকাল বুধবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার প্রেমের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজীনগরে র্যাব-১১–এর ব্যাটালিয়ন কার্যালয়ে আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলন করে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা এই তথ্য জানান।
গ্রেপ্তার ফারুক আহমেদ নরসিংদী জেলার মাধবদী থানার নুরালাপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
কর্নেল তানভীর জানান, কোটাপদ্ধতি সংস্কার আন্দোলন চলাকালে ১৯ জুলাই হাজারো মানুষ মিছিল নিয়ে নরসিংদী জেলা কারাগারে হামলা ও অগ্নিসংযোগ করে। 'এসময় ৯ জঙ্গী সদস্যসহ ৮২৬ কয়েদী পালিয়ে যায়। এদের মধ্যে ফারুক আহমেদকে আমরা গ্রেপ্তার করেছি।'
২০২২ সালে ২৪ মার্চ সিলেটে অভিযান চলিয়ে ফারুক আহমেদকে গ্রেপ্তার করে র্যাব। পরে তিনি জঙ্গি তৎপরতায় দেশদ্রোহী কাজে জড়িত বলে আদালতে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর পর থেকে ফারুক নরসিংদী জেলা কারাগারে ২৮ মাস বন্দী ছিলেন।
র্যাবের এই কমান্ডিং অফিসার বলেন, ফারুক নরসিংদী জেলা কারাগারের ৪ নং সেলে আরো তিন জঙ্গি সদস্যের সাথে থাকতো। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একইসাথে তাকে জেলা পুলিশের হাতে সোপর্দ করা হবে।