বুধবার–শনিবার সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ: স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল থেকে চারদিন ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে চলমান কারফিউ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এসব জেলায় বুধবার-শনিবার সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ বিরতি থাকার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ মঙ্গলবার (৩০ জুলাই) সচিবালয়ের অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সিনিয়র কর্মকর্তাদের সাথে এক বৈঠকের পর তিনি একথা জানান।
এর আগে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ঢাকা, গাজীপুর ও নরসিংদী জেলায় ১১ ঘণ্টার জন্য কারফিউ শিথিল রাখা হয়েছিল।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার মধ্যে গত ২০ জুলাই দেশজুড়ে কারফিউ জারি করে সরকার। ধীরে ধীরে শিথিল করা হচ্ছে।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আজকে সাত মন্ত্রী ও প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভার করেছেন।
আজ বিকেল ৩টায় এ বৈঠক শুরু হয় বলে অবহিত সূত্রগুলো দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছে।
এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৈঠকে অংশ নেওয়া অন্য মন্ত্রীরা হলেন: আইনমন্ত্রী আনিসুল হক, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
প্রতিমন্ত্রীদের মধ্যে – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সভায় অংশ নেন।
বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি, কারফিউ ও নিরাপত্তা পরিস্থিতি, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, জামায়াত-শিবির নিষিদ্ধের প্রক্রিয়া নির্ধারণ ও প্রতিক্রিয়া মোকাবিলা নিয়ে আলোচনা করতে বিশেষ এ সভা ডাকা হয়। বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব, পুলিশ মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালকসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।