হিটে বাদ ইমরানুর ও সোনিয়া, হতাশায় শেষ বাংলাদেশের অলিম্পিক যাত্রা
'দ্য গ্রেটেস্ট শো আর্থ'- খ্যাত অলিম্পিকে এবারও হতাশার গল্পই লেখা হলো বাংলাদেশের নামের পাশে। আজ হিট থেকেই বাদ পড়েছেন স্প্রিন্টার ইমরানুর রহমান ও সাঁতারু সোনিয়া খাতুন। তাদের দুজনের বিদায়ে শেষ হলো বাংলাদেশের অলিম্পিক মিশন। আগের সব আসরের মতো এবারও খালি হাতে নিতে হলো বিদায়।
দেশসেরা মোট পাঁচজন অ্যাথলেট এবার প্যারিস অলিম্পিকে অংশ নিতে গিয়েছিলেন, কেউ-ই বলার মতো কোনো সাফল্য কুড়াতে পারেননি। আগেই বাদ পড়েন সাঁতারু সামিউল ইসলাম রাফি, আর্চার সাগর ইসলাম ও শুটার রবিউল ইসলাম। এই পাঁচ জনের মধ্যে পারফরম্যান্সে কেবল সামিউলের উন্নতি হয়েছে।
আজ ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টের হিটে ৮ নম্বর লেনে দৌড়ান দেশের দ্রুততম মানব ইমরানুর, দৌড় শেষ করেন ষষ্ঠ হিসেবে। যদিও শুরুটা ভালোই করেন তিনি, প্রথম ৫০ মিটারে লড়াইয়েও ছিলেন। কিন্তু শেষটা ভালো হয়নি, ১০.৭৩ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি। যা তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে টাইমিং। ইমরানুরের ক্যারিয়ার সেরা টাইমিং ১০.১১ সেকেন্ড।
মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইলে সোনিয়াও কিছু করতে পারেননি। ৩ নম্বর হিটে স্প্রিন্টার ইমরানুরের মতো তিনিও ষষ্ঠ হিসেবে শেষ সাঁতার শেষ করেন। যৌথভাবে ষষ্ঠ হন সোনিয়া, ৫০ মিটার পাড়ি দিতে তার সময় লেগেছে ৩০.৫২ সেকেন্ড।
এর আগে বাংলাদেশের আরেক সাঁতারু সামিউলও হিট থেকে বাদ পড়েন। সব মিলিয়ে ৭৯ জনের মধ্যে ৬৯তম হন তিনি। বাদ পড়লেও সন্তুষ্টির কথা জানান তিনি। কারণ, ক্যারিয়ার সেরা টাইমিং করেছেন বাংলাদেশের এই সাঁতারু। ১০০ মিটার ফ্রিস্টাইলের দ্বিতীয় হিটে ৫৩.১০ সেকেন্ড সময় নিয়ে আট জনের মধ্যে পঞ্চম হন সামিউল। এটাই তার ক্যারিয়ার সেরা, তার আগের সেরা টাইমিং ছিল ৫৩.১২ সেকেন্ড।