বাড্ডা থানার পুলিশ সদস্যদের উদ্ধারে সেনাবাহিনীর দুটি টিম মোতায়েন
পদত্যাগ চেয়ে গণদাবি ও গণ-অভ্যুত্থানের মুখে বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। গণভবনেরও দখল নিয়েছে জনতা।
উদ্ভূত পরিস্থিতিতে সর্বশেষ ঘটনাবলী জানাচ্ছেন আমাদের প্রতিবেদকরা, যা এখানে তুলে ধরা হচ্ছে-
রাত ৮টা ২২ মিনিট
গাজীপুর মহানগর পুলিশের সদর দপ্তরে ইট-পাটকেল নিক্ষেপ করেছে শত শত বিক্ষোভকারী।
এরপর তারা গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন ও তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বাসভবনে হামলা করে।
এছাড়া, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
বিক্ষোভকারীরা বিজিবির টহল দলের সদস্যদের বহনকারী দুটি বাস আটক করলে এ সংঘর্ষ শুরু হয়। এ সময় বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে গুলি ছুড়লে বহু মানুষ আহত হয়। তাদের মধ্যে চারজন মারা গেছেন।
রাত ৮টা ১৫ মিনিট
ইনডিপেনডেন্ট টিভি, সময় টিভি ও এটিএন নিউজের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে বলে গণমাধ্যমগুলোয় কর্মরতরা নিশ্চিত করেছেন।
রাত ৮টা ৬ মিনিট
রাজধানীর জাপান গার্ডেন সিটির সামনে দোকানপাট লুট হয়েছে বলে স্থানীয় অধিবাসীরা টিবিএসকে জানিয়েছেন।
সন্ধ্যা ৭টা ২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা দেশের সম্পদ ও মানুষকে রক্ষা করার আহ্বান জানিয়ে বলেছেন, সহিংসতা, হানাহানির পথ ছেড়ে সবাইকে দেশের নিরাপত্তার জন্য কাজ করতে হবে।
আজ সোমবার সন্ধ্যায় সমন্বয়কদের একজন নাহিদ ইসলাম বলেন, 'আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমাদেরই রক্ষা করতে হবে। এই সুযোগে কেউ যেন লুটপাটের সুযোগ না পায়।'
দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আন্দোলনকারীদের আমরা যে কোনো প্রকার সহিংসতা, হামলা ও ভাঙচুর থেকে বিরত থাকার অনুরোধ করছি।
সন্ধ্যা সাতটার দিকে চ্যানেল টোয়েন্টিফোরে কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নয়জন সমন্বয়ক। সেখানে বক্তব্যে অভীষ্ট লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ছাত্র–জনতাকে শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থানের আহ্বান জানান নাহিদ ইসলাম।
সন্ধ্যা ৭টা ২০ মিনিট
সাধারণ মানুষের ঘেরাওয়ের মধ্যে বাড্ডা থানায় আটকা পড়া পুলিশ সদস্যদের উদ্ধারে সেনাবাহিনীর দুটি টিম মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিষয়টি জানিয়েছেন আমাদের প্রতিবেদক।
সন্ধ্যা ৭টা ১৮ মিনিট
রাজধানীর উত্তরায় পুলিশের সাথে সংঘর্ষে গুলিতে একজন নিহত হয়েছেন।
গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত একজন চিকিৎসক।
সন্ধ্যা ৭টা ১৯ মিনিট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ সোমবার রাত ৮টার দিকে জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করবে। এই ছাত্র আন্দোলনের নেতারা টেলিভিশন চ্যানেলের এক লাইভ অনুষ্ঠানে জানিয়েছেন, রাত ৮টায় রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারায় জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করা হবে।
সন্ধ্যা ৬টা ৫৩ মিনিট
চলমান পরিস্থিতির আলোকে বাংলাদেশের সাথে সব ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে ভারতীয় রেলওয়ে। প্রতিবেশী দেশটির সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনসূত্রে একথা জানা গেছে।
একইসঙ্গে আগামী ৪৮ ঘণ্টা বাংলাদেশ-ভারতের সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ'কে।
সাম্প্রতিক ঘটনাপ্রবাহের ওপর কাছে থেকে নজর রাখতে এরমধ্যেই পশ্চিমবঙ্গের কলকাতায় এসেছেন বিএসএফ মহাপরিচালক জেনারেল দলজিৎ সিং।
সন্ধ্যা ৬টা ১৩ মিনিট
রাজধানীর কারওয়ান বাজারে এটিএন নিউজের কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে।
সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট
শেখ হাসিনাকে বহনকারী একটি সি-১৩০ সামরিক পরিবহন বিমান ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করেছে বলে সূত্রগুলো জানিয়েছে। বিমানটি
ভারতীয় বিমানবাহিনীর সি-১৭ ও সি-১৩০ জে সুপার হারকিউলিস এয়ারক্রাফ্ট হ্যাঙ্গারের কাছে পার্ক করা হবে।
বিকেল ৫টা ১১ মিনিট
ধানমন্ডি-৩২ এ বঙ্গবন্ধু ভবনে আগুন দেওয়া হয়েছে।
এই বাড়িটিকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর হিসেবে রক্ষণাবেক্ষণ করছিল আওয়ামী লীগ সরকার। আজ দুপুর তিনটার দিকে গিয়ে সেখানে ভয়াবহ আগুন জ্বলতে দেখা যায়। এসময় বিভিন্ন স্লোগান দিচ্ছিল ঘটনাস্থলে থাকা জনতা।
এছাড়া বিজয় সড়ণীতেও বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা করা হয়।
বিকেল ৫টা ৩০ মিনিট
প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়েছে জনতা।
বিকেল ৫টা ৪০ মিনিট
ঢাকায় আর্মড পুলিশ সদর দপ্তরের সামনে সংঘর্ষের খবর জানা গেছে। বিক্ষুদ্ধ জনতা সেখানে প্রবেশের চেষ্টা করলে এই সংঘর্ষ বাধে।
বিকেল ৫টা ২৪ মিনিট
প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুর করেছে জনতা।
ঘটনাস্থল থেকে আমাদের প্রতিবেদক জানান, কিছু মানুষকে তার বাসভবনের দেওয়াল টপকে ভেতরে যেতে দেখা যায়।
এছাড়া শিল্পকলা একাডেমির সামনে থাকা বঙ্গবন্ধুর একটি ভাস্কর্যও ভাঙা হয়েছে।
বিকেল ৫টা ১১ মিনিট
আওয়ামী লীগের ঢাকা জেলা ও ধানমন্ডি কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। আজ সোমবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয়েও আগুন দেওয়া হয়েছে।
এর আগে আজ দুপুরে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর গণভবনে ঢুকে পড়ে হাজার হাজার জনতা।
সেখান থেকে তারা যে যা পান, তাই নিয়ে দৌড় দেন। কাউকে কাউকে গণভবনের লেক থেকে বড় বড় মাছ ধরে মাথায় নিয়ে উল্লাস করতে দেখা গেছে। এছাড়াও কেউ নিয়েছেন বালিশ, কেউ চেয়ার, টেলিফোন, ঘড়ি, টেলিভিশন।
আজ সোমবার বেলা আড়াইটার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন।
বিকেল ৫টা
দেশবাসীকে শান্ত থাকার আহ্বান মির্জা ফখরুলের
সেনা সদর দপ্তরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে বৈঠক করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৈঠক শেষে মির্জা ফখরুলের বরাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, 'তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীকে শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। বৈঠক সুন্দর হয়েছে। তিনি আমাকে বলেছেন আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানানোর জন্য।'