সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতার গুলিতে নিহত ৩
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় আওয়ামী লীগের স্থানীয় এক নেতার গুলিতে তিনজন নিহতের অভিযোগ উঠেছে। আজ সোমবার উপজেলার প্রতাপনগরে গুলিবিদ্ধ হয়ে তারা নিহত হন।
অভিযুক্ত আওয়ামী লীগ নেতার নাম শেখ জাকির হোসেন। তিনি ইউনিয়ন পরিষদ সদস্য ও সাবেক চেয়ারম্যান।
প্রতাপনগর ইউনিয়নের চেয়ারম্যান আবু দাউদ ঢালি জানান, ঘটনার পর উত্তেজিত জনতা শেখ জাকিরের বাড়ি ঘিরে ফেলে এবং তাকে ও তার এক সহযোগীকে মারধর করেন। তাদের বর্তমান অবস্থা জানা যায়নি।
তিনি আরো জানান, মিছিলে শেখ জাকিরের গুলিতে অন্তত ৯জন আহত হয়েছেন।
প্রতাপনগরের বাসিন্দা মাহফুজুর রহমান দাবি করেন, প্রতাপনগর ইউনিয়নের তালতলা বাজার থেকে আমরা আনন্দ মিছিল নিয়ে বের করে ইউনিয়ন প্রদক্ষিণ করি। নাকনা ক্লিনিক মোড়ে পৌঁছালে সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন প্রথমে তার বাড়ি থেকে ফাঁকা গুলি ছোড়েন। পরে সরসারি গুলি ছোড়েন সাবেক ওই ইউপি চেয়ারম্যান। সেই গুলি মিছিলে থাকা শিক্ষার্থী আদমের (১৭) মাথায় ও আনাজ বিল্লাহ্ (১৬) নামে আরেকজনের পেটে লাগে। দুজনই ঘটনাস্থলে মারা যায়। অন্যজনের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাত থেকে আটজন।
তিনি বলেন, এরপর মিছিলে থাকা উত্তেজিত জনতা শেখ জাকিরকে মারধর করে ও তার বাড়িতে আগুন দেয়।
এ বিষয়ে আশাশুনি থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি।