বাড়িয়ে-কমিয়ে নয়, এখন থেকে প্রকৃত মূল্যস্ফীতি ও জিডিপির তথ্য প্রকাশ পাবে: অর্থ উপদেষ্টা
বাড়িয়ে বা কমিয়ে নয়, এখন থেকে প্রকৃত মূল্যস্ফীতি এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তথ্য প্রকাশ পাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।।
দায়িত্ব গ্রহণ করার পর আজ মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে গিয়ে তিনি এমন প্রতিশ্রুতি দেন। আজ সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, 'অর্থনৈতিক নানান সূচকে তথ্যের গরমিল এখন থেকে আর হবে না। পরিসংখ্যান ব্যুরো যাতে আরও সঠিকভাবে কাজ করতে পারে, সেদিকে নজর দিতে হবে।'
অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই সবোর্চ্চ গুরুত্ব দেবে বলেও জানান তিনি।
উপদেষ্টা বলেন, 'মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া অর্থনীতি ও সামাজিক সূচকে প্রকৃত তথ্য প্রকাশের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। বিবিএসের সক্ষমতা বৃদ্ধির বিষয়ও আলোচনায় আছে।'
সালেহউদ্দিন আহমেদ বলেন, 'কয়েকদিনের বিশৃঙ্খলা এবং সংঘাতে পণ্য আনা-নেওয়ায় বিঘ্নের সৃষ্টি হয়। ফলে বেড়ে যায় দাম। এখন বাজারে কিছু পণ্যের দাম কমেছে। সবকিছু স্বাভাবিক হলে দাম আরও কমে আসবে।'
এই সময়ে শুধু জরুরি প্রকল্প ব্যয়ে অর্থের জোগান দেওয়া হবে বলেও জানান তিনি। চলমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রকল্প বাস্তবায়নে অগ্রাধিকার তালিকা তৈরির বিষয়ে আলোচনা চলছে বলে জানান তিনি। আলোচনায় আছে বিদেশি ঋণের আসল ও সুদ পরিশোধের বিষয়ও।
উপদেষ্টা বলেন, 'স্থবিরতার যেন সৃষ্টি না হয়। কম টাকা ব্যয় করে বেশি সুফল মেলে, এমন সব প্রকল্পে অর্থ ছাড় করা হবে বেশি।' এডিপিতে থাকলেও প্রয়োজনীয়তা বিবেচনায় প্রকল্পের অর্থ ছাড় করা হবে বলে জানান তিনি।