পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সরকারের অগ্রাধিকার: অর্থ উপদেষ্টা
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা সরকারের একটি প্রায়োরিটি (অগ্রাধিকার)। এটা নিয়ে কাজ হচ্ছে।
আজ রোববার (২০ অক্টোবর) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি।
পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য কমিশন গঠনের একটা সিদ্ধান্তের কথা শোনা যাচ্ছে এমন প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন, 'পাচার হওয়া অর্থ নিয়ে একটি টাস্কফোর্স আছে, গভর্নর এটা নিয়ে কাজ করছেন। তিনি এখন ওয়াশিংটনে গেছেন, আমরাও যাব। সেখান থেকে কিছু সহায়তা আসবে। এটা আমাদের প্রায়োরিটি, কাজ হচ্ছে। তবে পাচার হওয়া অর্থ সম্পর্কে অনেক তথ্য লাগবে।'
ডিমের বাজারে স্বস্তি এসেছে, কিন্তু সবজির বাজারে এখনো স্বস্তি আসেনি, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ড. সালেহউদ্দিন বলেন, সবজি সিজনাল, সবজির বাজারে স্বস্তি আসবে। সবগুলোতে স্বস্তি আসবে।
'বাজার স্থিতিশীল করতে আমরা সব রকমের চেষ্টা করছি। নিত্যপণ্যের সরবরাহ বাড়াতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-সহ অন্যান্য সংস্থা কাজ কাজ করছে' - তিনি যোগ করেন।
তিনি জানান, সরকার রাজধানীর বিভিন্ন স্থানে খোলাবাজারে বিক্রয় কর্মসূচির (ওএমএস) মাধ্যমে ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রি শুরু করেছে। টিসিবির আওতা আরও বাড়ানো হচ্ছে। একইসঙ্গে কৃষি বিপণন অধিদপ্তরও কাজ করছে। বেসরকারি কিছু প্রতিষ্ঠান বাজার নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে, সেটাকেও আমরা সাধুবাদ জানাই।
সরকার টিসিবির পণ্য বিক্রির পরিমাণ আরো বাড়াবে বলেও উল্লেখ করেন সালেহউদ্দিন।