অবসরে পাঠানো হলো পুলিশের উচ্চপর্যায়ের তিন কর্মকর্তা আসাদুজ্জামান, আতিকুল ও আনোয়ারকে
এবার পুলিশের আরও তিন উচ্চপর্যায়ের কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
অবসরপ্রাপ্তরা হলেন, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম, পুলিশ সদর দপ্তরের ডিআইজি আনোয়ার হোসেন এবং ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান ডিআইজি আসাদুজ্জামান।
আজ (বুধবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন প্রজ্ঞাপন তিনটিতে সই করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিস আদেশ অনুযায়ী, তারা সকল প্রাপ্য অবসর সুবিধা পাবেন।
গত কয়েক দিন ধরে এই তিনজন কর্মকর্তাকে অফিসে অনুপস্থিত পাওয়া যাচ্ছিল। তাদের অবসর আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।