বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের উদ্দেশ্যে জয় উৎসর্গ করলেন শান্ত
২০০১ সাল থেকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলে আসছে বাংলাদেশ। এতোদিন কেবল হতাশার গল্পেই তাদের নাম ছিল। আগের ১৩ টেস্টের ১২টিতেই হারে বাংলাদেশ, একটি ম্যাচ ড্র হয়। সেই দলটির বিপক্ষে তাদের মাটিতেই ইতিহাস লিখেছে নাজমুল হোসেন শান্তর দল।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ইতিহাস গড়া এই জয়টি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারানোদের জন্য উৎসর্গ করেছেন শান্ত।
ম্যাচ জয়ের পর মুখে চওড়া হাসি নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাওয়া বাংলাদেশ অধিনায়ক শুরুতেই ঘোষণাটা দেন। তিনি বলেন, 'সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন, এই জয়টা তাদের জন্য উৎসর্গ করছি।'
পাকিস্তানের বিপক্ষে পাওয়া জয়টি উইকেটের হিসাবে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। কেবল পাকিস্তানের বিপক্ষেই নয়, টেস্টে প্রথমবারের মতো ১০ উইকেটে জিতলো বাংলাদেশ। উইকেটের হিসাবে আগের বড় জয় ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। ২০২২ সালে মাউন্ট মঙ্গানুই টেস্টে ৮ উইকেটে জেতে বাংলাদেশ।
পাকিস্তানকে হারানোয় টেস্টে জয় না পাওয়া দলের সংখ্যা কমলো, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতলেই সবার বিপক্ষে জয়ের স্বাদ নেওয়া হবে বাংলাদেশের। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো পরাশক্তিকে বেশ আগেই টেস্টে হারিয়েছে বাংলাদেশ। বিদেশের মাটিতে সপ্তম টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ, সব মিলিয়ে ১৪৩ টেস্টে এটা তাদের ২০তম জয়।