গাজীপুরে ফার্মা শ্রমিকদের বিক্ষোভ, সেনা আশ্বাসে মহাসড়কের অবরোধ প্রত্যাহার
গাজীপুরের কালিয়াকৈর দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শ্রমিকরা ২১ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করেছেন। পরে বেলা সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেন। তবে কারখানার অভ্যন্তরে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
স্থানীয়রা জানায়, বুধবার (২৮ আগস্ট) সকাল ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় অবস্থিত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকরা কর্মবিরতি দিয়ে ২১ দফা দাবি আদায়ের জন্য আন্দোলন শুরু করে। পরে আন্দোলনকারীরা কারখানার মূল ফটক অতিক্রম করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এসময় আন্দোলনকারীরা ৫ জন শ্রমিকের পুনর্বহাল, চাকরি স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, এবং অসৎ কর্মকর্তাদের অপসারণসহ তাদের বিভিন্ন দাবির আদায়ে এই আন্দোলনে অংশ নেন।
এ বিক্ষোভের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা দীর্ঘ সময় ধরে চলতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে যানবাহন বাড়লে দীর্ঘতর হয় যানজট, ফলে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
আন্দোলনকারী শ্রমিক নিজাম উদ্দিন জানান, শ্রমিকদের প্রধান দাবি হল, কারখানার ইতোপূর্বে বরখাস্তকৃত ৫ জন শ্রমিককে পুনর্বহাল করতে হবে। পাশাপাশি চাকরির স্থায়ীকরণ, বর্তমান বেতনের সমন্বয়, এবং উৎসব ভাতা (ঈদ ও বৈশাখী) সম পরিমাণে প্রদানসহ ২১ দফা দাবি রয়েছে। এছাড়াও, তারা অভিযোগ করেছেন যে, বেশকিছু অসৎ কর্মকর্তা দীর্ঘদিন ধরে শ্রমিকদের সাথে অমানবিক আচরণ করে আসছেন, এবং ন্যায্য পাওনা থেকে তাদের বঞ্চিত করছেন। দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের নিকট দাবি জানানো হলেও– কোনো সমাধান পাওয়া যায়নি। এই প্রেক্ষাপটে, নিজেদের অধিকার রক্ষায় বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন।
শ্রমিকরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন, যা প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রমে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি করছে। এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দা এবং মহাসড়ক ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে, দ্রুত সমাধানের জন্য প্রশাসনের পদক্ষেপের ওপর নির্ভর করতে হচ্ছে আন্দোলনরত শ্রমিকদের।
খবর পেয়ে পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে সেনাবাহিনী পৌছায়। পরে তারা শ্রমিকদের সঙ্গে আলোচনা শুরু করেন। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে শ্রমিকদের আশ্বস্ত করা হলে বেলা সাড়ে ১২টার দিকে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে কারখানার ভিতরে চলে যায়। পরে যানবাহন চলাচল শুরু হয়।