সাফের শিরোপা আন্দোলনে প্রাণ হারানোদের উৎসর্গ করলো বাংলাদেশ
অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। বুধবার নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে এক তরফা ফাইনালে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নের মুকুট জেতে তারা। বয়সভিত্তিক টুর্নামেন্টটির অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে প্রথমবারের মতো শিরোপা জিতলো বাংলাদেশ। আরাধ্যের এই শিরোপা ছাত্র-জনতার আন্দোলনে প্রাণ হারানোদের উৎসর্গ করেছে বাংলাদেশ।
শিষ্যদের দারুণ সাফল্যে কোচ মারুফুল হকের মুখে তখনও চওড়া হাসি লেগে আছে। একটু আগেই শিরোপা উদযাপনের ক্রেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি, শিষ্যদের হাতের ছোঁয়ায় ভেসে এসেছেন শূন্যে। এরপর ধারাভাষ্যকার ডেকে অনুভূতি জানতে চাইলে শুরুতেই আন্দোলনে প্রাণ হারানোদের স্মরণ করেন তিনি। নিহতদের 'হিরো' সম্বোধন করে শিরোপা তাদের জন্য উৎসর্গ করার ঘোষণা দেন বাংলাদেশ কোচ।
মারুফুল বলেন, 'আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। শুরুতেই আমি এই শিরোপা বা চ্যাম্পিয়নশিপ উৎসর্গ করছি সেই সব হিরোদের জন্য, যারা নতুন বাংলাদেশের জন্য গত মাস এবং এই মাসে প্রাণ বিসর্জন দিয়েছেন। এই সাফল্য এবং চ্যাম্পিয়নশিপ তাদের আত্মার প্রতি সম্মান জানাতে আমি উৎসর্গ করতে চাই।'
ছাত্র-জনতার আন্দোলনে কয়েকশ মানুষ প্রাণ হারিয়েছেন। সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, নতুন কিছুর আশায় সবাই। কিন্তু স্বজন হারানোর আর্তনাদ এখনও থামেনি। এর মধ্যে দেশের বিভিন্ন জেলায় বন্যার কারণে ঘর ছেড়ে, খাবারের অভাবে মানবেতর জীবন-যাপন করছেন হাজার হাজার মানুষ। কঠিন এই সময়ে যুবাদের শিরোপা জয় দেশের মানুষকে নতুন করে অনুপ্রাণিত করতে সাহায্য করবে বলে মনে করেন মারুফুল।
বাংলাদেশ যুব দলের কোচ বলেন, 'গত মাস এবং এই মাসের শুরুর দিক মিলিয়ে আমরা আমাদের অনেক হিরোকে হারিয়েছি। এরপর গত কয়েক সপ্তাহ ধরে বড় বন্যা সমস্যা যাচ্ছে। বন্যায় অনেক পরিবার কষ্টে আছে। তারা খাদ্য, পানীয়র কষ্টে ভুগছে। নতুন সরকার (অন্তর্বর্তীকালীন) আমাদের দেশ পুনর্গঠনের চেষ্টা করছে। আমি আশা করছি, দেশ পুনর্গঠনে এই শিরোপা জয় সবাইকে নতুন করে অনুপ্রাণিত করবে।'