রিজার্ভ সংকট কাটাতে আইএমএফের কাছে বাজেট সহায়তা চেয়েছেন অর্থ উপদেষ্টা
বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট কাটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশকে আরও ঋণ দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তার আহ্বানের প্রেক্ষিতে, নতুন করে ঋণ দেওয়ার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে আইএমএফ মিশনের প্রধান ক্রিস পাপাজর্জিও।
আজ বৃহস্পতিবার বিকেলে আইএমএফ মিশন চিফ ক্রিস পাপাজর্জিও এবং বাংলাদেশে সংস্থাটির আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে'র সঙ্গে ভার্চুয়াল বৈঠক (জুম মিটিং) করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এসময় অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।
অর্থবিভাগের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বৈঠক শেষে টিবিএসকে বলেন, ''এটা প্রকৃতপক্ষে একটি সৌজন্য মিটিং ছিল। সেখানে অর্থ উপদেষ্টা চলমান ঋণ কর্মসূচির বাইরে– আইএমএফের কাছে নতুন করে বাজেট সাপোর্ট চেয়েছেন। তবে উপদেষ্টা নতুন ঋণের ক্ষেত্রে নির্দিষ্ট কোন অংক উল্লেখ করেননি।''
"আইএমএফ বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে বলে অর্থ উপদেষ্টাকে আশ্বাস দিয়েছে''- জানান ওই কর্মকর্তা।
গত বছরের জানুয়ারিতে আইএমএফের সঙ্গে ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি করে বিগত আওয়ামীলীগ সরকার। ইতোমধ্যে ওই ঋণ চুক্তির আওতায় তিন কিস্তিতে প্রায় ২.৩ বিলিয়ন ডলার পেয়েছে বাংলাদেশ।
সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আইএমএফ থেকে আরও তিন বিলিয়ন ডলার ঋণ নেওয়ার আগ্রহের কথা জানান।
অর্থ সংকটে থাকা পাকিস্তান আইএমএফ থেকে ৭ বিলিয়ন ডলারের বেলআউট প্রোগ্রাম পেয়েছে। ফলে বাংলাদেশও সংস্থাটি থেকে অতিরিক্ত ৩ বিলিয়ন ডলার ঋণ পাওয়ার ব্যাপারে আশাবাদী।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আগামী অক্টোবরে ওয়াশিংটনে অনুষ্ঠেয় আইএমএফ-বিশ্বব্যাংকের বোর্ড সভার সাইড লাইনে নতুন এই ঋণ পাওয়ার বিষয়ে আইএমএফ এর সঙ্গে আলোচনা করবেন অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তার আগে অক্টোবরে আইএমএফ এর একটি পর্যালোচনা মিশন বাংলাদেশ সফরে আসবে। তখনও বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।