টিএসসি থেকে শুরু হয়েছে ছাত্র-জনতার ‘শহীদি মার্চ’ কর্মসূচি
ছাত্র-জনতার অভ্যুত্থান এবং স্বৈরাচার সরকার পতনের ১ মাস পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি মোড় থেকে শুরু হয়েছে ছাত্র-জনতার শহীদি মার্চ। বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকাল ৩টা ৪৫ মিনিটে মিছিলটি নীলক্ষেত অভিমুখে রওনা হয়।
এতে রাজধানী ঢাকার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।
এর আগে, বেলা আড়াইটা থেকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জমায়েত হতে থাকে। এসময় শিক্ষার্থীরা 'আবু সাইদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ'; 'শহীদদের স্মরণে, ভয় করিনা মরণে'; 'শহীদদের রক্ত, আমাদের শক্তি'-ইত্যাদি স্লোগান দেয়।
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র রাকিব হাসান বলেন, 'আজকে মিছিলে আসতে বাসা থেকে কেউ বাধা দেয়নি। আগে মা-বাবা আমাকে রাস্তায় বের হতে নিষেধ করতো। স্বাধীনভাবে মিছিলে অংশ নিতে পেরে আমি খুশি, কিন্তু শহীদ ভাইদের শোক কখনো ভুলে যাবার নয়।'
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র আসাদ হক বলেন, 'খুনি স্বৈরাচারী শাসনের অবসান এবং শহীদদের স্মরণে আমাদের আজকের কর্মসূচি। শহীদদের রক্ত আগামী দিনের পথচলায় আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।'
'শহীদি মার্চ' রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে নীলক্ষেত, নিউমার্কেট, কলাবাগান, মিরপুর রোড ধরে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে কর্মসূচি শেষ হবে।