কিশোর হত্যামামলা: সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান কারাগারে
রাজধানীর ধানমন্ডিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আব্দুল মোতালিব (১৪) নামের এক কিশোর হত্যা মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সাত দিনের রিমান্ড শেষ হওয়ার আগেই আজ রবিবার (৮ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ৬ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম মাহবুব আহমেদের আদালত শাজাহান খানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে রিমান্ড চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় রিমান্ড শেষ না করেই তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গত ৫ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে যোগ দেন আব্দুল মোতালিব। মিছিলে পুলিশ গুলি চালালে তিনি বুকে ও গলায় গুলিবিদ্ধ হন।
এ ঘটনায় মোতালিবের বাবা আব্দুল মতিন বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শাজাহান খানসহ ১৭৬ জনকে আসামি করে ধানমন্ডি থানায় হত্যামামলা করেন।