মানবাধিকারকে বাংলাদেশের ছাত্র আন্দোলনের মশাল হিসেবে বহন করেছে শিক্ষার্থীরা: ভলকার তুর্ক
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, সম্প্রতি বাংলাদেশের ছাত্র আন্দোলনে মানবাধিকারকে মশাল হিসেবে বহন করেছে শিক্ষর্থীরা। মানবাধিকার কাউন্সিলের ৫৭তম অধিবেশনে এ কথা বলেন তিনি।
ভলকার তুর্ক তার বক্তব্যটি টুইটারেও পোস্ট করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশের সামনে এখন নতুন ভবিষ্যতের রূপরেখা তৈরির সুযোগ এসেছে। অন্তর্বর্তী সরকার 'মানবাধিকার ও আইনের শাসনের ভিত্তিতে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার বিষয়ে তার প্রতিশ্রুতি স্পষ্ট করেছে।'
তিনি বলেন, 'আমার অফিস সাম্প্রতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, জবাবদিহি, পুনর্মিলন ও পুনর্বাসনের প্রক্রিয়া এবং অন্যান্য অপরিহার্য বিষয়গুলো নিয়ে স্বাধীন তথ্য-অনুসন্ধান মিশন পরিচালনা করার মাধ্যমে বাংলাদেশকে সহায়তা করছে।'
ভলকার তুর্ক তার বিবৃতিতে কীভাবে মানবাধিকার সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং বিশ্বকে বৃহত্তর ন্যায়বিচার ও স্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারে, সে বিষয়ে জোর দেন।
নির্বাচনের ক্ষেত্রে তিনি ভোটারদের নিজেদের জন্য যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে বিষয়গুলোতে গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখার আহ্বান জানান। যেমন, তাদের সন্তানদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, ন্যায়বিচার, পরিবেশ, দুর্নীতি মোকাবিলা করা, সহিংসতামুক্ত হওয়া, জনগণের কথা শোনা হচ্ছে কি না তা নিশ্চিত হওয়া ইত্যাদি। তিনি ভোটারদের সতর্ক থাকারও আহ্বান জানান।