১৪ সেপ্টেম্বর শহীদদের স্মরণ সভা হচ্ছে না: উপদেষ্টা নাহিদ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি শেষ না হয় হওয়ায়, আগামী ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া শহীদদের স্মরণসভা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
এসময় তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের তালিকা প্রস্তুত করছে। এখন পর্যন্ত ৭২৮ জন শহীদ এবং ২০ হাজার ২৬৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তালিকা চূড়ান্ত না হওয়ায় ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া স্মরণসভা আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপদেষ্টা নাহিদ ইসলাম ৫ কোটি টাকা ব্যয়ের বিষয়ে বলেন, 'এটা পাঁচ কোটি টাকায় হবে বিষয়টা এরকম না। পাঁচ কোটি টাকার মধ্যে ব্যয়টা সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে। আহত বা নিহতদের অনেকের পরিবারকে ঢাকার বাইরে থেকে আনা নেওয়া এবং এক রাত ঢাকায় থাকার জন্য যে ব্যয় সেটা এখান থেকে করা হবে।'