টাইফুন ইয়াগির প্রভাবে মিয়ানমারে বন্যায় অন্তত ২৩৬ জনের প্রাণহানি; ৬৬ হাজার বাড়ি ধ্বংস
মিয়ানমারে টাইফুন ইয়াগির প্রভাবে ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ২৩৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, নিখোঁজ রয়েছে আরও ৭৭ জন। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত সপ্তাহে টাইফুন ইয়াগি উত্তর ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ড এবং মিয়ানমারজুড়ে আঘাত হানে। মিয়ানমারের সাম্প্রতিক ইতিহাসে এটি অন্যতম ভয়াবহ বন্যা। বন্যায় মিয়ানমারের কমপক্ষে নয়টি অঞ্চল ও রাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে রয়েছে রাজধানী নেপিদো, মধ্য ম্যান্ডালে অঞ্চল এবং কায়াহ, কায়িন ও শান রাজ্য।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ইয়াগির কারণে এখন পর্যন্ত থাইল্যান্ডে ১০ জন, লাওসে ১ জন এবং ভিয়েতনামে ২৯২ জন মারা গেছে।
অন্যদিকে মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এএফপি জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশটিতে অন্তত ৩৭৫টি স্কুল এবং প্রায় ৬৬ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় বিষয়ক দপ্তর (ইউএনওসিএইচএ) জানিয়েছে, মিয়ানমারের প্রায় ৬ লক্ষ ৩১ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।
ইউএনওসিএইচএ বলেছে, মিয়ানমারে জরুরিভিত্তিতে খাবার, পানি, আশ্রয় ও পোশাকের প্রয়োজন। সংস্থাটি সতর্ক করে দিয়েছে যে, অবরুদ্ধ সড়ক ও ক্ষতিগ্রস্ত সেতুসহ সব ধরনের যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।