সাতক্ষীরায় হত্যার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া আসামি ১০ বছর পলাতক থাকার পর চট্টগ্রামে গ্রেপ্তার
একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ডা. সাইফুল্লাহকে আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন বেলতল পূর্ব শহীদ নগর এলাকার একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর মিডিয়া উইং এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানায়, সাতক্ষীরা জেলার আশাশুনি থানায় দায়ের করা একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়ার পর ডা. সাইফুল্লাহ ১০ বছর ধরে পলাতক ছিলেন।
এ মামলা ছাড়াও তিনি সাতক্ষীরার আশাশুনি ও ঢাকার শাহবাগ থানায় আরেকটি হত্যা মামলার আসামি।
র্যাব-৭ আরও জানায়, পলাতক অপরাধীদের বিচারের আওতায় আনার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সাইফুল্লাহকে গ্রেপ্তারের পর পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।