চট্টগ্রাম থেকে লুট হওয়া ১০০৯ কার্টন আরএমজি রপ্তানি পণ্য উদ্ধার, গ্রেপ্তার ৩
গতকাল (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকার একটি গুদাম থেকে লুট করা তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি পণ্যের ১০০৯টি কার্টন উদ্ধার করেছে পুলিশ। গাজীপুর থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডে কেডিএস লজিস্টিকসে পণ্য পরিবহনের সময় এ লুটপাটের ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন: ফেনীর মোহাম্মদ মোশাররফ (২৪), নোয়াখালীর মোহাম্মদ আজাদ (৩৬) এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মোহাম্মদ গণি (২৯)।
পণ্য উদ্ধার ও ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "১৪ সেপ্টেম্বর ১০০৯ কার্টন আরএমজি রপ্তানি পণ্য সহ ১০ হাজার ৯০ পিস টি-শার্ট বোঝাই একটি কাভার্ড ভ্যান গাজীপুরে ট্রপিকাল নাইটেক্স লিমিটেড ছেড়ে সীতাকুণ্ডের কেডিএস লজিস্টিকস নামে একটি অভ্যন্তরীণ কনটেইনার ডিপোর উদ্দেশ্যে রওনা দেয়। পরে কাভার্ড ভ্যানের চালক রিয়াদ মিয়া পথে সমস্ত মালামাল লুট করে এবং কেডিএস লজিস্টিকের পার্কিং লটে খালি ভ্যান পার্ক করে আত্মগোপন চলে যায়।"
তিনি আরও বলেন, "হারুন নামে এক ব্যক্তি পরিবহণ মালিকের সাথে যোগাযোগ করে এবং তাকে জানায়, ১ লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দিলে মালামাল ফেরত দেওয়া হবে। পরিবহণ সমিতির নেতাদের কাছ থেকে এ তথ্য পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে এবং হামজারবাগ এলাকায় দুটি কাভার্ড ভ্যান থেকে লুট করা মালামাল উদ্ধার করে।"
লুটপাটের সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে এবং লুট করা মালামাল বহনকারী কাভার্ড ভ্যানগুলো জব্দ করেছে বলে ওসি মোহাম্মদ সোলায়মান জানিয়েছেন।
বাকী অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং বর্তমানে তদন্ত চলছে।